Indefinite and Definite Articlesইনডেফিনিট ও ডেফিনিট আটিকলস


The Article

Indefinite and Definite Articles

(ইনডেফিনিট ও ডেফিনিট আটিকলস)

যে শব্দ বাক্যে কোন Noun-কে নির্দিষ্টভাবে বােঝায় তাকে Articles বলে। এই তিনটি শব্দ Article। আসলে এগুলি হলাে Adjective। যেমন
An ant—একটি পিপড়ে।
An eggএকটি ডিম। | The man is honest-লােকটি সৎ।। উপরের Sentence বা বাক্যগুলিতে
A এবং An দ্বারা অনেকের মধ্যে যে কোন একটিকে বােঝানাে হচ্ছে এবং The দ্বারা নির্দিষ্টভাবে
একটিকে বােঝানাে হয়েছে। A boy বলতে যে কোন একটি ছেলে এবং An ant বা একটি পিপডেকে
বােঝায়। কন্তু The boy বলতে নিদিষ্ট ছেলেকেই বােঝানাে হয়েছে, এজন্য A এবং Anকে বলা হয়
Indefinite Articles (ইনডেফিনিট আর্টিকলস) বা অনির্দেশক আটিকল The-কে বলা হয় Definite Article (ডেফিনিট আর্টিকেল) বা নির্দেশক আটিকল।
Indefinite Article-এর ব্যবহার।
(A এবং An এর ব্যবহার) |
A এবং An দুটি শব্দই Indefinite Article। এদের ব্যবহার সম্বন্ধে কয়েকটি ষয় জেনে রাখা দরকার।
যেমন— যে Word-এর প্রথম অক্ষর Consonant বা ব্যঞ্জনবর্ণ তার আগে A বসে।

A boy—একটি ছেলে।
A big tree—একটি বড় গাছ।
A small table—একটি ছােট টেবিল।
যে word-এর প্রথম অক্ষরটি Vowel বা স্বরবর্ণ, তার আগে An বসে। যেমন—
An ant—একটি পিপড়ে।
An egg—একটি ডিম।
An old man—একটি বৃদ্ধ লােক।।কিন্তু কয়েকটি ক্ষেত্রে এই নিয়ম খাটে না। কোন কোন ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। যেমন—
A University (এ ইউনিভার্সিটি)—একটি বিশ্ববিদ্যালয়। |
A useless knife—একটি ভোতা ছুরি।।

A European-এক ইউরােপবাসী। |

A one-eyed man—একটি একচক্ষুবিশিষ্ট লােক।

কোন word বা শব্দের প্রথম অক্ষর ॥ হলেও তার উচ্চারণ যদি ইউ’-এর মত হয় তাহলে তার আগে An না বসে A বসে। কোন শব্দের প্রথম E হলেও তার উচ্চারণ যদি ‘ইউ’-এর মত হয় তাহলে তার আগেও An না বসে A বসবে। কোন An না বসে A বসে। শব্দের প্রথম অক্ষর 0 হলেও তার উচ্চারণ যদি ‘ওয়া হয় তাহলে তার আগে

An hour (আওয়ার)—এক ঘণ্টা। An honest (অনেষ্ট) man—একজন সৎ লােক। An. M.A.—একজন এম. এ। | কোন word বা শব্দের প্রথম অক্ষর H থাকলেও তার উচ্চারণ যদি অ বা আ হয় তাহলে তার আগে A না বসে An বসবে। এইরূপ H কে Silent H বলে।
M.A., M.L.A., M.B., L.M.S. প্রভৃতির প্রথম অক্ষর M L অর্থাৎ Consonant হলেও তাদের উচ্চারণ Vowel-এর মত হওয়ায় এদের আগে A না। বসে An বসবে।
A বা An সাধারণতঃ একটি ব্যক্তি বা বস্তুর আগে বসে, কিন্তু কয়েকটি বিশেষ। ক্ষেত্রে একাধিক ব্যক্তি বা বস্তুর আগেও বসে। যেমন—
A few persons—কিছু লােক।
A large number of peoples—বহুসংখ্যক লােক।।
A hundred books—একশত বই।
The-এর ব্যবহার। কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বােঝাতে তার আগে The এই Definite Article বসে। যেমন—
The boy—ছেলেটি।
The cow gives milk—গরু দুধ দেয়।
The book is new বইটি নতুন।

Again, before the Singular Common Noun to this nation or class

cow is a useful animal (ইউজফুল এ্যানিম্যাল)—গরু উপকারী জন্তু।
he horse can run fast-ঘােড়া (জাতি) দ্রুত দৌড়াতে পারে। অল্প Man (মানুষ) শব্দটি জাতি বােঝালেও তার আগে The বসে না। যেমন_
Man is mortalমানুষ (জাতি) মরণশীল।
Pro Noun-এর আগে The বসে। যেমন—
oper Noun-এর আগে The বসে না।
কিন্তু কয়েকটি বিশেষ ক্ষেত্রে Proper noun The বসে যেমন—
The Himalayas হিমালয় পর্বতমালা (পর্বতের নাম)
The Ganga–গঙ্গানদী (নদীর নাম)
The Pacific—প্রশান্ত মহাসাগর (মহাসাগরের নাম)
The Titanicটাইটানিক জাহাজ (জাহাজের নাম)
The statesman-স্টেটসম্যান পত্রিকা (সংবাদপত্রে নাম)
The Tajmahal—তাজমহল (বিখ্যাত সৌধের নাম)
The Geetaগীতা (প্রসিদ্ধ ধর্ম গ্রন্থের নাম) ইত্যাদি।
পর্বত, নদী, সমুদ্র, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, জাহাজ, বিখ্যাত সৌধ প্রভৃতির নামের আগে The বসবে। The Sky—আকাশ।
The Earth—পৃথিবী
The Sun—সূর্য।
The East—পূর্বদিক
The Moon—604
The Spring বসন্তকাল
সূর্য, চন্দ্র, পৃথিবী, আকাশ, দিক, ঋতু প্রভৃতি Singular Nounগুলির আগে। The বসে।
The 15th August-set 1918 The Sepcy Mutiny—সিপাহী বিদ্রোহ
The Punjab- পাঞ্জাব।
The United Sates of America—আমেরিকা যুক্তরাষ্ট্র।
The English-ইংরেজ জাতি।
মাসের তারিখ, কোন ঐতিহাসিক ঘটনা, বিশেষ অর্থযুক্ত ভৌগােলিক জাতির আগে The বসে।।
Between the best or the worst of the comparison, before the meeting।যেমন
Ram is the best boy in the class-রাম ক্লাসের সেরা ছাত্র।
Shila is the worst girl in the class—শীলা ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ মেয়ে।
Material Noun-এর আগে সাধারণতঃ The বসে না। কিন্তু নির্দিষ্ট কোন যেমন— Material Noun বা পদার্থবাচক বিশেষ্যকে বােঝালে তার আগে The বসে।।
The water of this river is pure—এই নদীর জল বিশুদ্ধ।
The milk of this cow is sweet—এই গরুর দুধ মিষ্ট। বলে তাদের আগে The বসেছে।
উপরের বাক্য দুটি নির্দিষ্ট নদীর জল ও নির্দিষ্ট গরুর দুধকে বােঝানাে হয়েছে। | Abstract Noun-এর আগে The বসে না, কিন্তু বিশেষ কোন ব্যক্তির গুণ, দোষ, অবস্থা বা কার্য বােঝালে তার আগে The বসে।। কথা সুবিদিত।
The Charity of Deshabandhu is known to all—দেশবন্ধুর দানশীলতার
The kindness of Vidyasagar is incomparable (Bal palcamics<m) বিদ্যাসাগরের দয়া অতুলনীয়।
উপরের বাক্য দুটি Charity ও Kindness Abstract Noun দুটি নির্দিষ্ট ব্যক্তিবিশেষের বলে বােঝানাে হয়েছে বলে তাদের আগে The বসেছে।

Post a Comment

0 Comments