The Noun (দি নাউন)। কয় প্রকার ও কি কি?কাকে বলে?

CHAPTER VI
LESSON 1 The Noun (দি নাউন)।
বিশেষ্য পদ এই অধ্যায়ে Noun সম্বন্ধে আরাে বিস্তারিতভাবে আলােচনা করা হবে।
Noun-এর সংজ্ঞা যে সব word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, কাল, জাতি, শ্রেণী, মাস, বার, পর্বদিন, অবস্থা, গুণ, দোষ ইত্যাদির নাম বােঝায় তাদের Noun বলে। যেমন—
1. Ram, Shyam, Rina ইত্যাদি ও ব্যক্তির নাম ;
2. Cow, Dog, Horse ইত্যাদি ও প্রাণীর নাম ;
3. Man Beast, Bird ইত্যাদি : জাতির নাম ;
4. Calcutta, Delhi, Mombai. ইত্যাদি স্থানের নাম।
5. Suminer (সামার), Winter (উইন্টার) ইত্যাদি : ঋতুর নাম ;
6. Monday (মনডে), Sunday (সানডে) ইত্যাদি ঃ বারের নাম ;
7. January (জানুয়ারি), Vaishaka (বৈশাখ) ইত্যাদি । মাসের নাম ;
৪. Book, Pen, Pencil (বই, কলম, পেনসিল) ইত্যাদি ঃ বস্তুর নাম :
9. Heat (হিট)—উত্তাপ, Coldness (কোল্ডনেস)—শৈত্য ইত্যাদি । অবস্থার নাম ;
10. Dishonesty (ডিজঅননস্টি)—-অসততা, Cruelty (ক্রুয়েলটি)—নিষ্ঠুরতা। ইত্যাদি দোষের নাম
আমরা যে সব বস্তু চোখে দেখি, কানে শুনি, দেহে অনুভব করি সেই সব বস্তুর নামগুলিকে Concrete Noun বলে। যেমন—Table (টেবিল), Book (বই) ইতাদি।।
আবার যে সব বস্তুকে চোখে দেখা যায় না, কানে শােনা যায় না, দেখে স্পর্শ করা যায় না সেই বস্তুর নামগুলিকে Abstract Noun বলে। যেমন— Kindness ইত্যাদি। (কাইনেস)—দয়া, Poverty (পভার্টি)-দারিদ্র্য; Honesty (অনেস্টি)—সততাNoum-এর শ্রেণীবিভাগ। Noun-এর সংজ্ঞা আগেই দেওয়া হয়েছে। এবার তার শ্রেণীবিভাগ সম্বন্ধে। আলােচনা করা হচ্ছে। Noun পাঁচ শ্রেণীতে বিভক্ত, যথা
1. Proper Noun (প্রপার নাউন)-সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য।

2. Common Noun (কমন নাউন)—শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য।

3. Collective Noun (কালেটিভ নাউন)—সমষ্টিবাচক বিশেষ্য।

4. Material Noun (মেটিরিয়াল নাউন)বস্তু বা পদার্থবাচক বিশেষ্য।।

5. Abstract Noun (এ্যাবস্ট্রাক্ট নাউন)—গুণবাচক বিশেষ্য।।

এবরা বিভিন্ন শ্রেণীর Nounগুলি সম্বন্ধে বিশদভাবে আলােচনা করা হবে।

Proper Noun is the name of a special person, object, place, time etc. by Noun. Call him Proper Noun.
যেমন ব্যক্তির নাম—Ram, Shyam, Rina ইত্যাদি।
নদ, নদী, পর্বত ইত্যাদির নাম—The Ganga, The Brahmaputra, The Himalayas. The Vindhyas Juntai
স্থানের নাম—Calcutta, Delhi, Mombai, ইত্যাদি। বারের নাম—Monday, Tuesday, Wednesday ইত্যাদি। মাসের নাম--January, February, vaishakh ইত্যাদি।।
Common Noun যে Noun দ্বারা কোন এক বিশেষ ব্যক্তি, প্রাণী বা বস্তুকে না বুঝিয়ে সমগ্র । জাতিকে বােঝায় তাকে Common Noun বলে। যেমন| Man, Cow, Dog, Tree,—প্রাণী।। | Book, Table-বস্তু।
Material Noun যে Noun দ্বারা কোন এক শ্রেণীর বস্তুর একসঙ্গে সমস্তকে বােঝায় তাকে। Material Noun বলে। যেমন—Water, Milk, Rice, Iron, Gold ইত্যাদি। এখানে Water Material Noun। কারণ Water বা জল বললে একসঙ্গে পৃথিবীরসব জলকে বােঝায়। এই রকম Milk, Rice, Iron, Gold প্রভৃতি বস্তুগুলির নাম বললে একই জাতীয় সমস্ত বস্তুকে একসঙ্গে বােঝাবে। তাই তারা Material Noun.
Collective Noun | যে Noun দ্বারা কোন বস্তু বা ব্যক্তির সমষ্টিকে বােঝায় তাহাকে Collective Noun বলে। যেমন—Class (ক্লাস) শ্রেণী, Army (আর্মি) সৈন্যবাহিনী, Group (গ্রুপ) গােষ্ঠী, Club (ক্লাব) সংঘ।
Abstract Noun যে সব Noun দ্বারা কোন গুণ, দোষ, অবস্থা ইত্যাদির নাম বােঝায় তাদের। Abstract Noun বলে। যেমন—
গুণ—Kindness (কাইগুনেস)—দয়া। দোষ-Dishonesty (ডিজঅনেষ্টি)—অসততা অবস্থা—Coldness (কোল্ডনেস)—শৈত্য ইত্যাদি।
Abstract Noun-এর কোন রূপ বা আকার নাই, তাদের চোখে দেখা, কানে। শােনা যায় না বা স্পর্শ, অনুভব করা যায় না, বাকি অন্য সব Nounগুলি Concrete বা আকার অর্থাৎ যার রূপ বা আকার আছে।।
Noun-এর ব্যবহার।
(1) । রামবাবু একজন ভাল লােক—Rambabu is a good man. কলকাতা একটি বড় শহর-Calcutta is a big city.
হিমালয় ভারতের উত্তর দিকে অবস্থিত—The Himalayas is in the north of India.
মহাভারত একটি মহাকাব্য—The Mahabharata is an epic.
উপরের বাক্যগুলিতে Rambabu, Calcutta, Himalayas, Mahabharata শব্দগুলি Proper Noun1 Proper Noun-এর প্রথম অক্ষর সব সময় Capital letter বা বড় অক্ষর হয়।
Proper Noun-এর আগে কোন article (a, an, the) বসে না বা সাধারণতঃ তার কোন Plural হয় না। তবে নদী, সমুদ্র, পর্বত, জাহাজ, ধর্মগ্রন্থ প্রকৃতির নামের আগে The বসে।
(2) এইটি আমার বই—This my is book. ঐ (হয়) একটি গরু—That is a cow. পাখিদের ডানা আছে—Birds have wings.
আমি কমলালেবু খাই—I eat an orange. উপরের বাক্যগুলিতে book, cow, birds এবং orange শব্দগুলি Common Noun। কারণ এই সব বস্তু বা প্রাণীর নাম করলে বিশেষ একটিকে না বুঝিয়ে সমস্ত জাতিকে বােঝায়। অনিদিষ্ট কোন একটিকে বােঝালে Common Noun-এর আগে। a বা an বসে এবং নির্দিষ্ট কোন একটিকে বােঝালে তার আগে the বসে।।
(3) জল তরল পদার্থ-Water is a liquid thing. caig acto 915-Iron is a useful metal. সােনা এক শ্রেণীর ধাতু-Gold is a kind of metal.
উপরের বাক্যগুলিতে Water, Iron এবং Gold শব্দগুলি Material Noun Material Noun-এর Plural বা বহুবচন হয় না এবং তাদের আগে কোন Article হয় না। কিন্তু কোন Material Noun-কে বিশেষভাবে নির্দিষ্ট করে বােঝালে তার । আগে the বসে। যেমন গঙ্গানদীর জল পবিত্র—The water of the Ganga is pure।
আমাদের শ্রেণীতে চল্লিশজন ছাত্র আছে—There are forty boys in our class.
সে সেনাদলে যােগদান করেছে—He has joined the army.
আমাদের ক্লাবের নাম তরুণ সংঘ-The name of our club is Tarun | Sangha.
উপরের বাক্যগুলিতে class, army, club এবং Sangha শব্দগুলি Collective Noun, কারণ এই শব্দগুলির প্রত্যেকটিতে সমষ্টি বােঝায়।
দয়া একটি মহৎ গুণ-Kindness is a great virtue. নিষ্ঠুরতা একটি দোষCruelty is a vice.মায়ের স্নেহের তুলনা হয় না-Mother's affection has no comparison.
উপরের বাক্যগুলিতে kindness, cruelty এবং affection শব্দগুলি Abstract Noun, কারণ এই শব্দগুলিতে গুণ ও দোষ বােঝায়।
Abstract Noun-এর আগে the বা কোন article বসে না। কিন্তু কোন বিশেষ ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হয়। যেমন রামবাবুর সরলতা সর্বজন বিদিত—The simplicity of Rambabu is known to all.






Post a Comment

0 Comments