The Pronoun (দি প্রােনাউন)

The Pronoun (দি প্রােনাউন)
কোন Noun-কে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে যে w করা হয় তাকে Pronoun বা সর্বনাম বলে।
যেমন-Ram is a goo একটি ভাল ছেলে),
Ram goes to school everyday (রাম প্রতিদিন স্কুলে Ra) is my friend (রাম আমার বন্ধু)।
উপরের বাক্যগুলিতে Ram শব্দটির বারবার উল্লেখ করা হয়েছে।
এইভ নাম বারবার ব্যবহার না করে যদি নিম্নরূপে লেখা হয় তাহলে ভাল মােনায়।
Ram is a good boy. He goes to school everyday.
He is my to উপরের বাক্যগুলিতে Ram নামটির পরিবর্তে He শব্দটি দুবার ব্যবহার করা হয়
এই He শব্দটি হলাে Pronoun.
Pronoun-এর শ্রেণী বিভাগ।
Pronoun সাত শ্রেণীতে বিভক্ত। যথা
1 Personal Pronoun (পার্সোনাল প্রােনাউন) : I, you, thou (দাউ) আমি, তুমি, তুই ইত্যাদি। |
2 Demonstrative Pronoun (ডিমনস্ট্রেটিভ প্রােনাউন) : he, she, it। this, that ইত্যাদি।
3. Reflexive Pronoun (রিফ্লেক্সিভ প্রােনাউন) :
myself (মাইসেলফ)— আমি নিজে;
yourself (ইয়ােরসেলফ)—তুমি নিজে;
himself (হিমসেলফ)— সে নিজে;
themselves (দেমসেলভস) তারা নিজেরা ইত্যাদি।
4. Relative Pronounce ho which, that go un acolo conসঙ্গে সম্বন্ধ স্থাপন করে ত I know the boy whe রে বই চরি করেছিল।


a (রিলেটিভ প্রো-উন) who, which, that ইত্যাদি ।

* তিনটি শব্দ যখন বাক্যের প্রথমে ব্যবহৃত কোন Noun he boy who stole my book করে তখন তাদের Relative Pronoun বলে। যেমন

og Wico C

me the pen that w
is is the book which I want—এই সেই বটত
ভেনেছিলে আমাকে তা দেখাও।
who which, that go crofons Relative Prono
i want—এই সেই বই যেখনি আমি চাই। Show hat was purchased by you yesterday গতকাল যে কলমটি
that Real Relative Pronoun,
Pronoun (কম্পাউণ্ড রিলেটি
কখনাে কখনাে as শব্দটিও।
বর বাক্যগুলিতে who, which, that, শব্দ তিনটি pal
| bat এই শব্দ তিনটির শেষে জোর দেবার জন্য ever যোগ করলে কিছ) whatever (যাই কিছু)। এগুলিকে কত
lative Pronoun হবে। যেমন—whoever (যে কেউ), whichever (কম্পাউণ্ড রিলেটিভ প্রােনাউন)।
er (যাই কিছু)। এগুলিকে বলা হয় Compound Relative নাে as শব্দটিও Relative Pronoun হয়। যেমন-He did the at as told him to do আমি তাকে যে কাজ করতে বলেছিলাম।
same work as
what,
সে সেই কাজই করেছিল। এই আচরণ প্রত্যাশা করি।
ch is the manner as I expect from you—আমি তােমার কাছ থেকে
Interrogative Pronoun (Quictice Central) who, which তাদের Interrogative Pronoun বলে। যেমন –
how শব্দগুলি যখন প্রশ্নসূচক অর্থে কোন বাক্যে ব্যবহৃত হয় তখন Who is this man?—এই লােকটি কে Which is your book?—কোনটি তােমার বই? What is your name?—তােমার নাম কি? Why have you done this?—তুমি কেন এটা করলে? How has this happened?—কেমন করে এটা ঘটেছে?
মনে রাখা উচিত who শব্দটি কোন ব্যক্তির ক্ষেত্রে এবং which শব্দটি কোন। বস্তুর ক্ষেত্রে এবং what শব্দটি বস্তু ও ব্যক্তির উভয় ক্ষেত্রেই বসে।।
6, indefinite Pronoun (ইনডেফিনিট প্রােনাউন) : যে Pronoun কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বােঝায় না তাকে Indefinite Pronoun বলে। যেমন— One, any some, both unia i
সিমাসে সরল ইংরাজী শিক্ষা One of them must go তাদের একজনকে অবশ্যই যেতে হবে।
Anyone of you can do this—তােমাদের যে কোন এক জন এ কাজটি। করতে পারে। | Both of them are honest—তারা উভয়েই সৎ।
Some of them have done this—তাদের মধ্যে কয়েকজন এটা করেছে।
They শব্দটি অনেক সময় কয়েকজন বিশেষ লােককে না বুঝিয়ে সাধারণ লােকদের বােঝায় এবং তা Indefinite Pronoun হয়। যেমন—They say that he is the best man in the village-লােকে বলে সে গাঁয়ের মধ্যে শ্রেষ্ঠ লােক।
7. Distributive Pronoun (opravius CIRIS) : Each, either, neither এই তিনটি শব্দকে Distributive Pronoun বলে। যেমন—Each of the books must be read-বইগুলির প্রত্যেকটি পড়তে হবে। Either of you may take it—তােমাদের দুজনের একজন এটা নিতে পার।।
Neither of the boys is good and reliable—দুটি ছেলের কোনটিই ভাল। ও নির্ভরযােগ্য নয়। ।
বর্তমানে He এবং She pronoun দুটিকে Personal honoun-এর অন্তর্গত বলে ধরা হয়। মনে রাখা উচিত Noun-এর যে Number (বচন), Gender (লিঙ্গ), Person (পুরুষ) ও Case (কারক) হয় pronoun-এরও তাই হয়।।


Post a Comment

0 Comments