পদ প্রকরণ,The Parts of Speech (দি পার্টস অফ স্পীচ) কাকে বলে কত প্রকার ও কি কি?এর ব্যবহার

CHAPTER V
The Parts of Speech (দি পার্টস অফ স্পীচ)
The words that are used are words that are formed by the words.
All the words are called the words in Bengali vasa.

ইংরাজী ভাষায় আট প্রকার পদ আছে। যথা—
1. Noun (নাউন)—বিশেষ্য পদ।
2. Pronoun (প্রােনাউন)—সর্বনাম পদ
3. Adjective (এ্যাডজেকটিভ)—বিশেষণ পদ।
4. Verb (ভাব)—ক্রিয়াপদ।
5. Adverb (এ্যাডভাব)-বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ ওক্রিয়া বিশেষণের বিশেষণ।।
6. Preposition (প্রিপােজিশান)—পদান্বয়ী অব্যয়
7. Conjunction (কনজাংকশান)—সংযােজক অব্যয়
8. Interjection (ইন্টারজেকশান)—অনন্বয়ী অব্যয় বা।

বিস্ময়াদি সূচক অব্যয়। এবার Parts of spech বা বিভিন্ন পদগুলির প্রকৃতি সম্বন্ধে আলােচনা কর

1. Noun (নাউন) ঃ যে সব word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, জাতি, শ্রেণী। স্থান, কাল, অবস্থা, গুণ, দোষ ইত্যাদির নাম বােঝায় তাদের Noun বলে। যেমনRam (রাম), Book (বই), Cow (গরু), Indian (ভারতীয়), Calcutta (কলিকাতা), Morning (সকাল), Monday (সােমবার), Kindness (দয়া), Cruelty (নিষ্ঠুরতা) । Nounগুলিকে দুটি উপায়ে চেনা যায়। যেমন-

(১) আমরা যে সব বস্তু বা প্রাণীকে চোখে দেখি, কানে শুনি, শরীর দিয়ে স্পর্শ। করি সেগুলি সব Noun।।

(২) যে সব গুণ, কার্য বা অবস্থাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই না সেগুলিও। Noun:

2. Pronoun (প্রােনাউন) : Noun-এর পরিবর্তে যে সব word ব্যবহার করা। হয় তাদের Pronoun বলে। যেমন—I (আমি), He (সে), They (তাহারা), My (আমার) ইত্যাদি।

3. Adjective (এ্যাডজেকটিভ) : যে সব word কোন Noun বা Pronounএর গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বােঝায় তাদের Adjective বলে।। যেমন—Good (ভাল), Bad (মন্দ), Hoi (গরম), Cold (ঠাণ্ডা), One (এক), । Two (দুই) ইত্যাদি।

4. Verb (ভার্ব) : যে সব word দ্বারা কোন কাজ করা বােঝায় তাদের verb বলে। যেমন—Go (যাওয়া), Come (আসা), Play (খেলা করা), Eat (খাওয়া)।

5. Adverb (এ্যাডভাব) ঃ যে সব word কোন Adjective ও verb-এর গুণ। প্রকাশ করে বা অবস্থা নির্ণয় করে তাদের Adverb বলে। যেমন—Very (অত্যন্ত), Quickly (তাড়াতাড়ি), Slowly (ধীরে), Loudly (জোর, উচ্চৈঃস্বরে) ইত্যাদি।।

Ram is a vey good boy-রাম খুব ভাল ছেলে। He is coming quickly—সে তাড়াতাড়ি আসছে।। He talks loudly—সে জোরে কথা বলে।।
শব্দটি good এই Adjective-এর গুণ প্রকাশ টিতে ‘quickly' শব্দটি is coming' এই verb-এর গুণ এবং ততীয় বাক্যটিতে ‘loudly' শব্দটি talks এই verb-এর গুণ
উপরের প্রথম বাক্যটিতে ‘very' শব্দটি good এই করছে; দ্বিতীয় বাক্যটিতে quickly' শব্দটি । প্রকাশ করছে এবং তৃতীয় বাক্যটিতে । Adverbi
করছে। সুতরাং এখানে very, quickly এবং loudly এই শব্দ তিনটি
কখনাে Adverb পদটি অন্য কোন Adverb-এরও গুণ প্রকাশ বা অবস্থা। ডন করে (Modify)। যেমন-He works very slowly—সে খুব ধীরে কাজ করে। বে। এই বাক্যে very পদাট slowly এই Adverb-এর গুণ প্রকাশ করছে।
« Preposition (প্রিপােজিশান) : যে সব word দ্বারা বাক্যে ব্যবহৃত কোন এ কোন Noun-এর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাদের Preposition বলে। যেমনin (ভিতরে), Out (বাইরে), For (জন্য), On (উপরে), Down (নীচে), with (সঙ্গে) ইত্যাদি।
7. Conjunction (কনজাংকশান) : যে সব word বাক্যে ব্যবহৃত অন্য দুইটি word-কে সংযুক্ত বা বিযুক্ত করে তাদের Conjunction বলে।
যেমন—And (এবং), Or (অথবা), But (কিন্তু) ইত্যাদি। |
Conjunction পদ সব সময় বাক্যের দুই বা ততােধিক শব্দকে যুক্ত অথবা বিযুক্ত করে।
যেমন-“Ram and Shyam are two boys-রাম এবং শ্যাম দুটি বালক। এই বাক্যে ‘and’ শব্দটি Conjunction। আবার Rina or Bina will do itীনা অথবা বীণা এটি করবে। এখানে or শব্দটি Conjunction।। |
8. Interjection (ইন্টারজেকশান) : যে সব word দ্বারা বিস্ময়, আনন্দ, দুঃখ, ঘৃণা প্রভৃতি মনের কোন ভাব বা আবেগ প্রকাশ করা হয় তাদের Interjection বলে।
যেমন— Oh (ওঃ) ঃ (বিস্ময়সূচক) Alas (এ্যালাস) হায় ঃ (দুঃখসূচক)। Hurrah (হুররে) কি মজা ঃ (আনন্দসূচক) Fie (ফাই) ছি : (ঘৃণাসূচক)।
Interjection যােগে কয়েকটি Sentence-এর উদাহরণ ঃ| Oh! What a splendid scenery it is!-ওঃ; কী চমৎকার দৃশ্য!
Alas! his father is dead!-হায়, তার পিতা মারা গেছে! Hurrah! we have won the same!-কী মজা! আমরা খেলায় জয়লাভ করেছি।
Note : Interjection শব্দের পরে সব সময় বিস্ময়সূচক চিহ্ন (!) বসে। par of spech সম্বন্ধে মোেটামুটি আলােচনা হলাে। এবার বিভিন্ন Parts of speech সম্বন্ধে পৃথক ও বিস্তারিতভাবে আলােচনা করা হবে।

Post a Comment

0 Comments