LESSON 2
Nominative & Objective (নমিনেটিভ এ্যাণ্ড অবজেকটিভ)
[কর্তা ও কর্মী]।
এই অধ্যায়ে, Sentence-এ বিভিন্ন Case বা কারক কিভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়ে
আলােচনা ব্রা হবে।
আলােচনা ব্রা হবে।
প্রতিটি Sentence বা বাক্যে একটি করে Nominative Case বা কর্তাকারকের Noun কিবা
Pronoun পদ অবশ্যই থাকবে। বাংলায় বাক্যের কর্তাকে কর্তাকারক বলে। ইংরাজীতে বাক্যের
এই কর্তাকে Subject বলে। প্রতিটি Subject বা কর্তার একটি করে Finite verb বা সমাপিকা ক্রিয়া
অবশ্যই থাকবে। এই ক্রিয়াই বাক্যকে সমাপন করে। বাক্যের কর্তা ও সমাপিকা ক্রিয়ার মধ্যে সম্বন্ধ
বােঝাবার জন্য একটি Table (হক) নীচে দেওয়া হলাে।
Pronoun পদ অবশ্যই থাকবে। বাংলায় বাক্যের কর্তাকে কর্তাকারক বলে। ইংরাজীতে বাক্যের
এই কর্তাকে Subject বলে। প্রতিটি Subject বা কর্তার একটি করে Finite verb বা সমাপিকা ক্রিয়া
অবশ্যই থাকবে। এই ক্রিয়াই বাক্যকে সমাপন করে। বাক্যের কর্তা ও সমাপিকা ক্রিয়ার মধ্যে সম্বন্ধ
বােঝাবার জন্য একটি Table (হক) নীচে দেওয়া হলাে।
Sentence (বাক্য) Nominative Finite verb
Subject (কর্তা) সমাপিকা ক্রিয়া।
Rabi plays রবি খেলা করে | Rabi Plyas
Rabi Sabita sings সবিতা গান Sabita Sing
Birds can flyপাখি উড়তে পারে। Brids can fly
শুধু Nominative বা Subi থাকলেই সব Sentence যােগ করতে হয়। যেমন
We drink tea~-আম, বা Subject (কর্তা) এবং এখানে tea এই পদটি না ।
minative বা Subject বা কর্তা এবং Finite verb বা সমাপিকা ক্রিয়া গৰ sentence সম্পন্ন হয় না।
তার সঙ্গে একটি Object বা কর্মকারক we drink tea~-আমরা চা খাই। এই Sentence-এ we হলাে Nominative act (কর্তা) এবং drink হলাে Finite verb বা সমাপিকা ক্রিয়া। তথাপি এই পদটি না যােগ করলে Sentenc-টি সম্পূর্ণ হয় না।
এখানে Tea লাে বাক্যের Object বা Objective Case অর্থাৎ কর্মকারক। একটি Table বা ছকে
senteance,Subject,Finite verb ও Object-এর মধ্যে। সম্পর্কটি বুঝিয়ে দেওয়া হলাে।
Sentence Subject Finite verb Objec
Cows eat cows eat gassr
grass
গরু ঘাস খায়।
Ram goes to school Ram goes to scholl
রাম স্কুলে যায়।
He is going to the market He is going to market
সে বাজারে যাচ্ছে।
উপরের Table-এর অন্তর্গত বাক্যগুলিতে Cows, Ram ও He এই Proper Noun ও Pronoun
পদগুলি Nominative বা Subject রূপে ব্যবহৃত হয়েছে। এবং eat, goes ও is going Finite verb
রূপে ব্যবহৃত হয়েছে। going' এর । আগে is যুক্ত হয়ে Finite verb হয়েছে।
পদগুলি Nominative বা Subject রূপে ব্যবহৃত হয়েছে। এবং eat, goes ও is going Finite verb
রূপে ব্যবহৃত হয়েছে। going' এর । আগে is যুক্ত হয়ে Finite verb হয়েছে।
আবার Grass, School ও Market এই শব্দ তিনটি Object রূপে ব্যবহৃত হয়েছে।
School ও Market-এর আগে to শব্দটি হলাে Prepositon। অনেক সময় ।
Objective Case-এর আগে একটি Prepositoin বসে।।
School ও Market-এর আগে to শব্দটি হলাে Prepositon। অনেক সময় ।
Objective Case-এর আগে একটি Prepositoin বসে।।
0 Comments