LESSON 3
Subject & Predicate (সাবজেক্ট ও প্রেডিকেট)
[উদ্দেশ্য ও বিধেয়]।
প্রতিটি Sentence-কে দুটি প্রধান ভাগে বিভক্ত করা চলে। এই দুটি প্রধান অংশকে
Subject (সাবজেক্ট) বা উদ্দেশ্য এবং অন্যটিকে Predicate (প্রেডিকেট) বা বিধেয় বলে।
Subject (সাবজেক্ট) বা উদ্দেশ্য এবং অন্যটিকে Predicate (প্রেডিকেট) বা বিধেয় বলে।
Sentence-এর Nominative-কে Subject বলা হয়। Subject ছাড়া Sentenceএর বাকি
অংশকে Predicate বলে। এই অংশে Finite verb, Object ও Objectএর সঙ্গে সম্বন্ধযুক্ত
আরও কোন কোন Parts of Speech বা পদ থাকতে পারে।
অংশকে Predicate বলে। এই অংশে Finite verb, Object ও Objectএর সঙ্গে সম্বন্ধযুক্ত
আরও কোন কোন Parts of Speech বা পদ থাকতে পারে।
Sentence-এর Subject ও Predicate এই প্রধান অংশ দুটিকে ভালভাবে বােঝানাের জন্য একটি Table বা ছক দেওয়া হলাে।
উপরের Tableটিতে Sentence-এর মধ্যে Subject এবং Predicate-এর অংশ দেখানাে
হয়েছে; কিন্তু বাক্য তিনটিতে দেখা যায় Subject ও Predicateএর সঙ্গে কিছু বাড়তি অংশ যুক্ত করা হয়েছে।
হয়েছে; কিন্তু বাক্য তিনটিতে দেখা যায় Subject ও Predicateএর সঙ্গে কিছু বাড়তি অংশ যুক্ত করা হয়েছে।
Subject ও Predicate-এর সঙ্গে যে বাড়তি শব্দ যুক্ত থাকে সেগুলিকে। Adjuncts বা বিবর্ধক বলে।
Subject-এর বাড়তি অংশকে Adjuncts to Subject ও Predicate-এর বাড়তি অংশকে Adjuncts to the Predicate বলে।
Subject-এর বাড়তি অংশকে Adjuncts to Subject ও Predicate-এর বাড়তি অংশকে Adjuncts to the Predicate বলে।
Sentence Subject Predicate
Reba dances very well Reba dances very well. (রেবা খুব ভাল নাচে।)
Rambabu, the Rambabu rawn this picture
has (the famous artist) picture
(বিখ্যাত শিল্পী রামবাবু এই ছবিটি এঁকেছেন।)
Table-এর অন্তর্গত বাক্যগুলির সব Predicate। তবে দ্বিতীয় artist শব্দগুলি Adium সঙ্গে সম্বন্ধযুক্ড়তি অংশ। modern songs শব্দগুলি
তিনমাসে সরল ইংরাজী শিক্ষা = বাক্যগুলির প্রথমটিতে Reba হলাে Subject আর বাকি
বে দ্বিতীয় বাক্যটিতে Rambabu শব্দটি Subject, the famous ল Adjuncts to the subject বা Subject-এর আনুষঙ্গিক বা তার
বাড়তি অংশ। আবার ঐ বাক্য তিনটিতে very well, this picture, ১ngs শব্দগুলি Predicate-এর Adjuncts বা বাড়তি অংশ। ব একটি বাক্যে Parts of Spech-গুলির পারস্পরিক সম্বন্ধ ভালভাবে বােঝা
যাবে।।
babu is riding a horse-হরিবাবু ঘােড়ায় চড়ে যাচ্ছেন।
উপরের বাক্যটি Haribabu ঘােড়ায় চড়ে যাচ্ছেন, তিনিই যাওয়া কাজটি
তছেন। সুতরাং তিনিই Nominative case বা কর্তাকারক অর্থাৎ তিনি Subject !
(ii) is riding' হলাে Finite verb।।
(iii) 'horse' as Object 1
(iv) 'a' এর অর্থ একটি এবং এটি Adjective হলেও এটি একটি Article।।
(v) Sentence টিকে প্রধান দুটি অংশে ভাগ করলে, Haribabu Subject এবং is riding a horse' এই অংশটি Predicate.
0 Comments