এবার একই Vowel (ভাওয়েল) এর বিভিন্ন উচ্চারণে যে সব word গঠিত তার উদাহরণ দেওয়া হলাে।
উচ্চারণভেদে A যােগে বিভিন্ন শব্দ। | A-র উচ্চারণ ‘অ’
All (অল)সকল Fall (ফল)-পতন, পতিত
হওয়া। Ball (বল)—খেলার বল Call (কল)—ডাকা। Hall (হল)—হলঘর
Doll (ডল)—খেলার পুতুল Alter (অলটার) বদলানাে Altar (অলটার)—বেদী Saw (স)—দেখেছিল।
Raw (র)—কাচা।
Raw (র)—কাচা।
Paw (প)—থাবা। A-এর উচ্চারণ ‘এ্যা’
Bad (ব্যাড)—মন্দ, খারাপ।
An (এ্যান)—একটি Am (এ্যাম)—হই।
Bag (ব্যাগ)—থলে At (এ্যাট)-তে, প্রতি
Bat (ব্যাট) বাদুড়, খেলার ব্যাট Act (এ্যাক্ট)কাজ করা,
Back (ব্যাক)—পিঠ, পিছন । অভিনয় করা, নাটকের অঙ্ক। Cap (ক্যাপ) টুপি। And (এ্যাণ্ড)-এবং
Cat (ক্যাট)—বিড়াল। Ant (এ্যান্ট)—পিপড়ে।
Fat (ফ্যাট)—মােটা। Ass (এ্যাস)—গাধা।
Hat (হ্যাট) টুপি Add (এ্যাড)—যােগ করা
Lad (ল্যান্ড) বালক, কিশাের Apple (এ্যাল)—আপেল
Man (ম্যান)—মানুষ। Arrow (এ্যারাে)—তীর
Rat (ব্যাট)বড় ইঁদুর
A-এর উচ্চারণ আ’
Are (আর)—হও, হয়
Art. (আর্ট) কলাবিদ্যা, শিল্পকর্ম। Arc (আর্ক)বৃত্তচাপ।
After (আটার)—পরে । Arm (আম) বাহু
Car (কার)—গাড়িPark (পার্ক)—মনােরম উদ্যান
Bar (বার)—বাধা
তিনমাসে সরল ইংরাজী শিক্ষা Far (ফার)—দূরে Tar (টার)—আলকাতরা
Dark (ডার্ক)—অন্ধকার। A (এ)—একটি
A-এর উচ্চারণ ‘এ’
Part (পার্ট)—অংশ। Ape (এপ)—বানর।
Lame (লেম)—খোঁড়া Game (গেম)—খেলাধূলা
Late (লেট)—দেরি। Fate (ফেট)—ভাগ্য Date (ডেট)—-তারিখ
Hate (হেট)—ঘৃণা, ঘৃণা করা
Pale (পেল)—বিবর্ণ । Gate (গেট)—ফটক
Made (মেড)—প্রস্তুত, তৈরি। Aএর উচ্চারণ ‘এয়া”।
Bare (বেয়ার)—খােলা, অনাবৃত করেছিল।
Rare (রেয়ার)—দুর্মূল্য, বিরল। Mare (মেয়ার)—ঘােটকী Fare (ফেয়ার)—গাড়ীর ভাড়া
Fare (ফেয়ার)—ভাড়া Hare (হেয়ার)—খরগােস। Care (কেয়ার)—যত্ন, যত্ন করা Dare (ডেয়ার)সাহস করা।
উচ্চারণভেদে E যােগে বিভিন্ন শব্দ।
E-এর উচ্চারণ ‘এ’
Egg (এগ)—ডিম
Pen (পেন)—কলম, Enter (এন্টার)—প্রবেশ করা
Men (মেন)—মানুষেরা। End (এণ্ড)—শেষ।
Ten (টেন)—দশ। Bell (বেল)—ঘণ্টা।
Tell (টেল) বলা। Hen (হেন)—মুরগী
Pet (পেট)–পােষা । Let (লেট )—দেওয়া।
Net (নেট)—জাল। Gem (জেম) রত্ন।
Red (রেড)—লাল Get (গেট)--পাওয়া
Set (সেট)—অস্ত যাওয়া। Fed (ফেড)--খাইয়েছিল । | Met (মেট)—সাক্ষাৎ করিয়াছিল।
E-এর উচ্চারণ ‘ই’
Bear (বীয়ার)—ভালুক Fear (ফীয়ার)—ভয়, ভয় করা
Be (বী)--হওয়া । Eat (ঈট)–খাওয়া
Here (হীয়ার)—এখানে। East (ঈষ্ট)–পূর্বদিক Hear (হীয়ার)--শােনা Dear (ডীয়ার প্রিয়। Tear (টিয়ার)-—অশ্র Bear (বীয়ার)বহন করা। Gear (গীয়ার)দাঁতিওয়ালা
Neat (নীট)—পরিষ্কার, পরিচ্ছন্ন। Deed (ডীড)কার্য Seat (সীট)—আসন। Feat (ফীট)—কৌশল Bee (বী)—মৌমাছি Near (নীয়ার)—নিকটে, কাছে
Feet (ফীট)—একাধিক ফুট লােহার চাকা
Feel (ফীল)—অনুভব করা। E--এর উচ্চারণ ‘আ’
Person (পার্সন) ব্যক্তি, পুরুষ Heart (হার্ট)—অন্তর। Heard (হার্ড) শুনেছিল।
Semon (সামন)—ধর্মীয় অর্জন করা ।
উপদেশ। Her (হার)–তার, তাহার (স্ত্রী) Advertisement (অ্যাডভার্টা
ইজমেন্ট)—বিজ্ঞাপন
'Er (আর)—ভুল কৰা । Eve (আই)-চোখ। Earth (আর্থ)—পৃথিবী। Earn (আন)—রােজগার বা ।
উচ্চারণভেদে I যােগে বিভিন্ন শব্দ ।
I- এর উচ্চারণ ই’
It (ইট)—ইহা ।
Give (গিভ)—দেওয়া Is (ঈজ)—হয়।
Did (ডিড) করেছিল । ln (ইন)—ভিতরে
Dig (ডিগ)—খনন করা If (ইফ)—যদি ।
Pig (পিগ)—শূকরছানা । Into (ইন্টু)—মধ্যে, ভিতরে। Kill (কিল)—হত্যা করা । Ink (ইঙ্ক)—কালি
Fig (ফিগ)—ডুমুর । India (ইণ্ডিয়া)—ভারত
Hit (হিট)—আঘাত করা। Important (ইম্পরট্যান্ট)---
Nib (নিব)কলমের নিব। গুরুত্বপূর্ণ।
Lip (লিপ)—ঠোট
Foe (ফে)—শত্রু
So (সাে)-এরূপ । Bow ( বােধনুক।
Low (ললা) নীচ Over (ওভার)—উপর, শেষ । Coat (কোট)-কোট। Crow (ক্রো-কাক
Boat (বােট—নৌকা No ( নােনা।
Goat (গােট)—-ছাগল Go (গাে)-যাওয়া
Grow (গ্রো)—জন্মাননা
০-এর উচ্চারণ অ’
On (অন)—উপরে।
Pot (পট)—পাত্র। of (অফ)র, এর
Fog (ফগ)—কুয়াশা Oil (অয়েল)—তেল।
Hog (হগ) শূকর Ox (অক্স)—যাঁড়।
Doll (ডল)—পুতুল। Odd (অড)—বিজোড়
Dot (ডট)—-বিন্দু Orange (অরেঞ্জ)-কমলালেবু Nod (নড)—মাথা নােয়ান Offer (অফার)—দান করা
Dog (ডগ)-কুকুর। Boy (বয়)বালক।
cot (কট)—খাট Box (বক্স)-বাক্স।
Copy (কপি)নকল, নকল করা । Body (বডি)—শরীর
Pox (পক্স)বসন্ত রােগ। Not (নট)না।
Top (টপ)—উঁচু, লাট্ট Hot (হট)-গরম।
Pond (পণ্ড)—পুকুর। Lot (লট)—–ভাগ্য, গুছি
Frog (গ) ব্যাঙ
0-এর উচ্চারণ আ’
Out (আউট) বাহির।
Now (নাউ)-এখন। Owl (আউল)—পেঁচা
Come (কাম)—আসা Cow (কাউ)—গরু।
Some (সাম)-কিছু, কতক। How (হাউ)-কেমন, কেমন | Rough (রাফ)কর্কশ, করে, কিভাবে
এবড়াে থেবড়াে।
Sun (সান)—সূর্য।
Curd (কার্ড)—দই। Run (রান)—দৌড়ানাে
Fun (ফান)—কৌতুক, মজা Sum (সাম)—অঙ্ক, যােগফল Nut (নাট)—সুপারি । Church (চার্চ)—গীর্জা।
Mud (মাড)কাদা।
U-এর উচ্চারণ উ।
Put (পুট)রাখা।
Rule (রুল)শাসন, শাসন করা Bull (বুল)বলদ, ষাঁড় ।
Ruler (রুলার)—শাসক Pull (পুল)—টানা।
Blue (র)নীল। Full (ফুল)—পূর্ণ।
Cruel (জুয়েল)—নিষ্ঠুর Jute (জুট)—পাট।
Sugar (সুগার) চিনি।
Unity (ইউনিটি)—ঐক্য।
Use (ইউজ)ব্যবহার করা University (ইউনিভার্সিটি)
Usage (ইউসেজ)—প্রথা। বিশ্ববিদ্যালয়।
Union (ইউনিয়ন)—সম্মেলন, । Urine (ইউরিন)—প্রসাব
W-যােগে বিভিন্ন শব্দ।
Wযখন Vowel হয়। w যখন কোন শব্দের মধ্যে না বসে শেষে বসে তখন তা Vowel হিসাবে। গণ্য হয়।
Now (নাউ)—এখন
Two (টু)—দুই Down (ডাউন)নীচে।
Lawn (লন)—ছােট পরিষ্কার মাঠ Low (লাে)নীচু
Bov: (বাে)ধনুক | Saw (স)—দেখেছিল।
W যখন Consonant হয়। w যখন কোন শব্দের প্রথমে বসে, তখন তা Consonant হিসাবে গণ্য হয়। We (উই)—আমরা
Who (হু)-কে। Way (ওয়ে)—পথ।
What (হােয়াটকি Wet (ওয়েট)—ভিজে।
Why (হােয়াই)-কেন Weak (উইক)—দুর্বল।
Which (হুইচ)—কোনটি। Week (উইক-সপ্তাহ।
With (উইথ)—সঙ্গে, সহিত।Y.যােগে বিভিন্ন শব্দ
Y যখন Vowel হয়। Y যখন কোন শব্দের মধ্যে বা শেষে বসে, তখন তা Vowel হিসাবে হয়।
By (বাই)—দ্বারা। | Fly (ফ্লাই)—ওড়া, মাছি My (মাই)—আমার
Fry (ফ্রাই)—ভাজা। Cry (ক্রাই) কাঁদা, চিৎকার। | Dye (ডাই) রং করা,
রঞ্জক পদার্থ। | Dry (ড্রাই)—শুকনাে।
Y যখন Consonant হয়। | Y যখন কোন শব্দের প্রথমে বসে তা Consonant হিসাবে গণ্য হয়।
You (ইউ)—–তুমি, তােমরা,
Yours (ইয়াের্স)–তােমার, তােমাকে ।
তােমাদের Your (ইওর)—তােমার, | Yet (ইয়েট)—যদিও, তথাপি | তােমাদের
The use of words (দি ইউজ অফ ওয়ার্ডস)
শব্দের ব্যবহার LESSON 1
একটি মানুষ—A man একটি ছেলে—A boy একটি মেয়ে—A girl একটি কুকুর--A dog একটি বিড়াল—A cat একটি ছাগল--A goat
একটি নৌকা—–A boat
একটি কলম—A pen একখানি বই—A book একটি পাখি—A bird একটি ভিক্ষুক--A beggar একটি ভালুক—A bearআমি হই বা আছি—I am আমরা হই বা আছি—We are সে হয় বা আছে—He is রাম হয় বা আছে-Ram is রীণা হয় বা আছে—Rina is
রীণা বা বীণা হয় বা আছে— ইহা হয়—It is
Rina and Bina are তুমি হও বা আছ—You are এইগুলি হয়—These are
তােমরা হও বা আছ—You are তাহারা হয় বা আছে—They are রাম ও হরি হয় বা আছে—Ram
and Hari are
(2) ।
আমি (হই) ভিতরে-I am in আমরা (হই) ভিতরে—We are in তুমি (হও) ভিতরে—You are in তােমরা (হও) ভিতরে—You are in সে (হয়) ভিতরে—He is in তাহারা (হয়) ভিতরে—They are in |
(3) আমার আছে—I have
সীতার আছে-Sita has আমাদের আছে-We have রামের আছেRatn has তােমার আছে—You have রাম ও হরির, আছে-Ram and তােমাদের আছে—You have
Hari - have তার আছে—He has
সীতা ও গীতার আছে—Sita and তাদের আছে—They have
Geeta have
ইংরাজীতে অনুবাদের সময় আমার’ শব্দের ইংরাজী হলাে my কিন্তু আমার আছে’ এর ইংরাজী অনুবাদ I have হবে। এইভাবে তােমার আছে ও তাহার আছে।
কথাগুলির ইংরাজী অনুবাদ যথাক্রমে your have ও his has না হয়ে you have ও he has হবে। আমার একটি বই আছে-I have a book_ আমাদের একটি কুকুর আছে—We have a dog তােমার একটি রেডিও আছে—You have a radio । তােমাদের একটি বাড়ি আছে—You have a house তার একটি কলম আছে—He has a pen. তার (স্ত্রীলােক) মােটরগাড়ি আছে—She has a car তাদের একটি ঘােড়া আছে—They have a horse রামের একটি বন্দুক আছে—Ram. has a gun
LESSON 3
(1) আমি (হই) একটি বালক—I am a boy | আমরা (হই) ছাত্র-We are students
সুবােধ (হয়) একটি ভাল ছেলে—Subodh is a good boy | মন্টু ও পিন্টু (হয়) খারাপ ছেলে—-Mantu and Pintu are bad boys রীতা (হয়) দুষ্টু মেয়ে—Rita is a naughty girl
(2) আমার একটি পােষা কুকুর আছে—I have a pet dog আমাদের কতকগুলি কমলালেবু আছে—We have some oranges তার একটি ভাল বই আছে—He has a good book তাদের একটি মােটরগাড়ি আছে—They have a car লীলার একটি সেলাই-এর কল আছে—Lila has a sewing machine
আমি ছিলাম— was আমরা ছিলাম—We were সে ছিল—He was
(3)।
gra faca-You were তােমরা ছিলে—You were তারা ছিল—They were
সন্তু ও নন্তু ছিল—Santu and
বাবা ছিলেন—Father was সন্তু ছিল—Santu was |
Nantu were
আমার ছিল—I had আমাদের ছিল—We had তার ছিল-He had। তাদেব ছিল—They had। তােমার ছিল—You had
তােমাদের ছিল—You had রামের ছিল-“Ram had। রাম ও শ্যামের ছিল-ram and
Shyam had সােমার ছিল—Soma had
যদি আমি হই—If I am যদি আমরা হই—If we are যদি সে হয়—If he is
যদি তুমি হও—If you are যদি তােমরা হও-If you are যদি তারা হয়—If they are
0 Comments