GENDER (জেণ্ডার) লিঙ্গ কাকে বলে কত প্রকার ও কি কি,What are the types and what kind of gender

LESSON 2
GENDER (জেণ্ডার)

লিঙ্গ
বাংলার মত ইংরাজী ভাষাতেও বিশেষ্য পদের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ আছে।
ইংরাজীতে লিঙ্গকে Gender বলে।।
Gender প্রধানতঃ তিন প্রকার। যথা— 1. Masculine Gender (ম্যাসকুলাইন জেণ্ডার)—পুংলিঙ্গ
2.Feminine,Gender (ফেমিনাইন জেণ্ডার)–স্ত্রীলিঙ্গ 3. Neuter Gender (নিউটার জেণ্ডার) ক্লীবলিঙ্গ।
1. Masculine Gender : যে Noun শুধু পুরুষ অথবা পুরুষজাতীয় কোন কিছুকে বােঝায় তাকে
Masculine Gender বলে। যেমন—Man (মানুষ), Boy (বালক), Father (বাবা), Bull (বলদ),
Dog (কুকুর)।

2. Feminine Gender : যে Noun শুধু স্ত্রীলােক বা স্ত্রীজাতীয় কোন কিছুকে বােঝায় তাকে Feminine Gender বলে।
যেমন—Mother (মা), Sister (বােন), Cow (গাভী), Bitch (কুকুরী)।
3. Neuter Gender: যে সব Noun অচেতন পদার্থ, উদ্ভিদ ও কীটপতঙ্গ

Tree (গাছ), Table (টেনি Feminine করার কোন বাধা হবে। নীচে কতকগুলি

কে বােঝায় তাদের Neuter Gender বলে। যেমন—

ছ) Table (টেবিল), Pen (কলম) ইত্যাদি। Masculine শব্দকে করার কোন বাঁধা ধরা নিয়ম নেই। এগুলি শিক্ষার্থীদের শিখে আয়ত্ত করতে ৮ কতকগুলি Masculine শব্দের Feminine রূপ দেওয়া হলা

Masculine Feminine

Father (বাবা) Mother (alt)

Brother (ভাই)। Sister (বােন)

Boy (বালক) Girl (বালিকা)
Husband (স্বামী) Wife (স্ত্রী)
Gander (রাজহাঁস) Goose (রাজহংসী)
Horse (ঘােড়া)। Mare (মাদী ঘােড়া)।
Drake (পুরুষ হাঁস)। Duck (মেয়ে হাঁস)
Drone (পুরুষ মৌমাছি) Bee (মেয়ে মৌমাছি)
Bachelor (অবিবাহিত পুরুষ) Maid (কুমারী)
Bridegroom (বর) Bride (কনে) ।
Boar (শূকর) Sow (শূন্দ্রী)।

Masculine Feminine
Man (মানুষ)। Woman (স্ত্রীলােক)
King (রাজা) Queen (রাণী)।
Male (পুরুষজাতি) Female (নারীজাতি) |
Prince (রাজপুত্র) Princess (রাজকন্যা)
Monk (সন্ন্যাসী)। Nun (সন্ন্যাসিনী)।
Uncle (কাকা, জ্যাঠা) Aunt (কাকী, জ্যেঠী)
Son (পুত্র)। Daughter (কন্যা)
Nephew (ভাইপাে, ভাগনে) Niece (ভাইঝি, ভাগনী)
Ram (ভেড়া)। Ewe (ভেড়ী)
Doe (হরিণী) Buck (হরিণ)
Stag (একজাতীয় হরিণ) Hind (এক জাতীয় হরিণী)
Proper Noun-এর মধ্যে কোন্টা Masculine ও কোনটা Feminine তা নামে বুঝতে পারা যায়। যেমন—Ram, Jadu, Madhu, Hari ইত্যাদি নামগুলি Masculine এবং Reba, Seeta, Sabita, Fatima ইত্যাদি নামগুলি Feminine.
কোন কোন Noun-এর সঙ্গে পুংলিঙ্গবাচক Noun বা Pronoun শব্দ যােগে
Masculine Masculine-ও স্ত্রীলিঙ্গবাচক শব্দ যােগ করে Feminine করা হয়। যেমন—Feminine
Man servant (ops) Maid servant (Par) Landlord (জমিদার)Land-lady (জমিদার-পত্নী)। Grand-father (ঠাকুরদাদা)। Grand mother (ঠাকুরমা)। Washer-man (রজক)
Washer woman (রজকিনী)। Milkman (গােয়ালা)
Milkmaid (গােয়ালিনী)। Masculine
Feminine He-goat (পাঁঠা)
She-goat (পাঠী) Pea-cock (ময়ূর)
Pea-hen (ময়ুরী)। কোন কোন Noun-এর শেষে ‘ess' যােগ করে Masculine থেকে Feminine করা হয়। যেমন—
Masculine Feminine
Prince (রাজপুত্র) Princess (রাজকন্যা)
Lion (সিংহ Lioness (সিংহী)।
Tiger (বাঘ) । Tigress (বাঘিনী)।
Actor (অভিনেতা)। Actress (অভিনেত্রী)
Tutor (শিক্ষক) Tutress (শিক্ষিকা)।

Common Gender (কমন জেণ্ডার)।

উভয় লিঙ্গ।
কতকগুলি Noun আছে যেগুলি Masculine এবং Feminine উভয়ই হয়। এগুলিকে Common Gender বলে। যেমন—
Friend (বন্ধু, বান্ধবী)
Minister (মন্ত্রী, মহিলা মন্ত্রী) ।
Teacher (শিক্ষক, শিক্ষিকা)
Child (ছেলে, মেয়ে) ।
Witness (সাক্ষী–পুং, স্ত্রী)।
Governor (রাজ্যপাল, রাজ্যপালিকা)।
Gender of Pronouns
(জেণ্ডার অফ প্রােনাউনস)
সাধারণতঃ Noun-এর তিনটি যে Pronoun বসে তার তেমনি ঐ Noun-এর পরিবর্তেNoun-এর তিনটি
n বসে তার Gender ও ঐ Noun-এর মত হয়। যেমন— uan is a good boy—হরি একটি ভাল ছেলে। an goes to school everyday—সে প্রতিদিন স্কুলে যায়।
ৰ He শব্দটি Ram-এর পরিবর্তে বসেছে। He শব্দটি Masculine Gender
এখানে
হয়েছে।
Geeta is a good girl-গীতা ভাল মেয়ে। She goes to school everday-- সে প্রতিদিন স্কুলে যায়।
এখানে ‘She' এই Pronounটি Geeta-র পরিবর্তে বসেছে বলে এটি Feminine Gender হয়েছে। | Neuter Gender-যুক্ত Noun-এর পরিবর্তে যে Pronoun বসে সেটিও Neuter Gender হবে। যেমনThis is a tabel—এটা একটা টেবিল। It has four legs—এটির চারটি পা আছে।
এখানে Table শব্দটি Neuter Gender-এর পরিবর্তে 'it' এই Pronounটি বসেছে। সুতরাং এটিও Neuter Gender হবে।।
নীচের Pronoun গুলির Masculine ও Feminine-এর রূপগুলি দেওয়া হলাে।
Masculine Feminine
He (সে) She (সে—স্ত্রীলােক)।
His (তাহার) Her (তাহার—শ্রী)
Him (তাহাকে) Her (তাহাকে—স্ত্রী)
মাট Pronoun ছাড়া অন্য কোন Pronoun-এর Feminine Genderএ পৃথক কোন রূপ হয় না।

Post a Comment

0 Comments