বিভিন্ন বাংলা শব্দের ইংরাজী প্রতিশব্দ,English synonyms of various Bangla words

বিভিন্ন বাংলা শব্দের ইংরাজী প্রতিশব্দ
LESSON 1
or faces (About Human Being) মানুষ—Man (ম্যান)
নাবালক--Minor (মাইনর) মেয়েমানুষ, স্ত্রীলােক—Womain সাবালক—Major Adult (ওম্যান)।
(মেজর, এ্যাডাল্ট) বালক-Boy (বয়)।
বিবাহিত-Married (ম্যারেড) বালিকা—Girl (গাল)। MO-Child, infant
অবিবাহিত-Unmarried

(আনম্যারেড) দুগ্ধপােষ্য শিশু-Baby (বেবি) অবিবাহিত-Bachelor (ব্যাচেলার) মহিলা—Lady (লেডি)

- মাতাপিতা-Parents (পেরেন্টস)। ব্যক্তি, লােক—Person

অনাথ-Orphan (অরফ্যান) (পারসন)

পরিবার—Family (ফেমিলি)

(চাইল্ড, ইনফ্যান্ট)

বংশ-Generation (জেনারেশন) উত্তরাধিকারী—Heir (এয়ার)। বংশাবলী--Geneology
উত্তরাধিকারিণী—Heiress (জীনিওলজি) (এয়ারেস) আত্মীয়-Relative (রিলেটিভ) জ্ঞাতি-Kin (কিন)।
বংশধর—Descendant (ডিসেণ্ড্যান্ট)। পূর্বপুরুষ—Forefather (ফোরফাদার)
LESSON 2
আত্মীয়স্বজন (Relatives)
বাবা-Father (ফাদার)

ভাই, দাদা-Brother (ব্রাদার)। মা-Mother

বােন, দিদি-Sister (সিস্টার) স্বামী—Husband (হাজব্যাণ্ড)

স্ত্রী-Wife (ওয়াইফ) ছেলে, পুত্র—Son (সন)

মেয়ে, ন্যা--Daughter (ডটার) সন্তান—Child (চাইল্ড)।

ভাগ্নী, ভাইছি—Niece (নীস) জ্ঞাতি ভাই, বােন—Cousin (কাজিন) বিমাতা—Step-mother (স্টেপ মাদার) ঠাকুরমা—Grandmother (গ্র্যাণ্ডমাদার) ঠাকুরদাদা—Grandfather (গ্র্যাণ্ডফাদার) ভাগ্নে, ভাইপাে-Nephew (নেফিউ)। বড় ভাই-Elder brother (এল্ডার ব্রাদার) ছােট ভাই--Younger brother (ইয়ঙ্গার ব্রাদার) বৈমাত্রেয় ভাই— Step-brother. (স্টেপ ব্রাদার) বৈমাত্রেয় বােন—Step-sister (স্টেপ-সিস্টার) জামাই--Son-in-law (সন-ইন-ল)। পুত্রবধূ-Daughter-in-law (ডটার-ইন-ল)।or in শালা, ভগ্নীপতি-Brother-in-law ব্রাদার-ইন-ল)। শালী, ননদ, ভাজ, জা, বৌদি—Sister-in-law (সিস্টার-ইন-ল) সতীনের ছেলে-Step-son (স্টেপ-সন)। কাকা, মামা, জ্যাঠা, মেসসা, পিসে–Uncle (আঙ্কল)। কাকী, জ্যাঠাইমা, মামী, মাসী, পিসী—Aunt (আন্ট)।পােষ্যপুত্র-Adopted son (এ্যাডপটেড সন) দাদু—Grandy (@্যাণ্ডি)। দিদিমা—Granny (এ্যানী)। সবচেয়ে বড় ছেলে-Eldest son (এলডেস্ট সন)। সবচেয়ে বড় মেয়ে—Eldest daughter (এলডেস্ট ডটার) সবচেয়ে ছােট ছেলে—Youngest son (ইয়ঙ্গেস্ট সন)। সবচেয়ে ছােট মেয়ে--Youngest daughter (ইয়স্টে ডটার) সবচেয়ে বড় ভাই-Eldest brother (এলডেস্ট ব্রাদার)। সবচেয়ে ছােট ভাই–Youngest brother (ইয়ঙ্গেস্ট ব্রাদার)। সবচেয়ে বড় বােন—Eldest sister (এলডেস্ট সিস্টার) সবচেয়ে ছােট বােন—Youngest sister (ইয়ঙ্গেস্ট সিস্টার)।

LESSON 3

মানুষের অঙ্গপ্রত্যঙ্গ ইত্যাদি
(Limbs) শরীর, দেহ—Body (বডি)
নাক—Nose (নােজ) মাথা-Head (হেড)।
চোয়াল—Jaw (জ) মস্তিক, মগজ-Brain (ব্রেণ)
দাঁত—Tooth (টুথ) চোখEye (আই)
মাড়ি—Gum (গাম)। কাণ-Ear (ইয়ার)।
fogl-Tongue (TIR) --Brow (ব্রাউ)।
হাঁটু—Knee (নী)। পায়ের পাতা—Foot (ফুট)। গােড়ালী—Heel (হীল) পা-Leg (লেগ)
কনুই—Elbow (এলবাে) উরু—Thigh (থাই)।
বুক—Chest (চেস্ট), বাহু—Arm (আম)
পাঁজরা—Rib (রিব)। হাত-Hand (হ্যাণ্ড)
গাঁট-Joint (জয়েন্ট) আঙ্গুল—Finger (ফিঙ্গার)।
বগল—-Armpit (আর্মপিট) কজি—Wrist (রিষ্ট)
ঘাড়—Neck (নেক) পায়ের তলা—Sole (সােল)।
কাধShoulder (শােল্ডার) কপাল--Forehead (ফোরহেড)। গলা—Throat (ছােট) মুখমণ্ডল—Face (ফেস)।
কোমর-—Waist (ওয়েস্ট) মুখগহুর—Mouth (মাউথ)
চিবুক-Chin (চিন)
ঠোট–Lip (লিপ) চোখের জল—Tear (টিয়ার) থুথু—Sputum (টাম)। নখ-Nail (নেল)। চামড়া—Skin (স্কিন)। হাড়—Bone (বােন)। রক্ত—Blood (ব্লাড)। মাংস—Flesh (ফ্লেশ) চুল—Hair (হেয়ার)। পায়ের আঙ্গুল—Toe (টো)। মেয়েদের বুক—Breast (ব্রেস্ট) পিঠ—Back (ব্যাক)

নাড়ীর স্পন্দন-Pulse (পালস)। শিরা-vein (ভেন)। ধমনী-Artery (আটারী) মায়ু-Nerve (নার্ভ) চোখের মণি-Pupil (পিউপিল) দাড়ি-Beard (বীয়ার্ড)। গোঁফ--Moustache (মােস্টেন্স) পাছা--Buttock (বাটক) | কোল--Lap (ল্যাপ)। পাকস্থলী-Stomack (স্টমা)। ঘাম—Sweat (সােয়েট)।
নিঃশ্বাস—Breath (ব্রেথ) থুথু—Sputum (ম্পুটাম)
মল—Stool (ফুল)।
মূত্র, প্রসাব-Urine (ইউরিন)। পেট—Belly (বেলি) অন্তঃকরণ, চিত্ত-Heart (হার্ট) নাকের ছিদ্র—Nostril (নােষ্টিল
তলপেট—Abdomen (অ্যাবডােমেন) কানের গর্ত-Ear-hole (ইয়ার-হােল)। চোখের পাতা—Eye-lash (আই-ল্যাশ)। শিরদাঁড়া, মেরুদণ্ড-Spine (স্পাইন) Backbone (ব্যাকবােন)। বুড়াে আঙ্গুল, অঙ্গুষ্ঠThumb (থা)। করতল, হাতের চেটো—Palm (পাম)। নাড়ীভুড়ি—Intestine (ইন্টেস্টাইন) Entrails (এনট্রেলস)।
LESSON 4
পশু বিষয়ক (Beasts)
পশু-Beast (বীস্ট)
হনুমান—Baboon (বেবুন)। গরু—Cow (কাউ)
খরগােস-Hare (হেয়ার)। যাঁড়Ox (অক্স)।
বেজী—Mongoose (মঙ্গুজ)। বলদ—Bull (বুল)।
কুকুর—Dog (গ) বাছুর—Calf (কাফ)
কুকুরছানা—Puppy (পাপী)।
বিড়াল—Cat (ক্যাট)
তিনমাসে সরল ইংরাজী শিক্ষা। ৪৬।
হরিণ-Deer (ডীয়ার)। বিড়ালছানা-Kitten (কিটেন
সিংহ—Lion (লায়ন) বানর-Monkey (মাঙ্কি)।
সিংহী-Lioness (লায়নেস)
বাঘ—Tiger (টাইগার)। ছাগল-Goat (গােট)

বাঘিনী-Tigress (টাইগ্রেস)। ছাগলছানা—Kid (কিড) পাঁঠা-He-goat (হী-গােট)।

নেকড়ে বাঘ—Wolf (উলফ)। পাঠী--She-goat (সী-গােট)।

চিতাবাঘ--Leopard (লেপার্ড)

হাতী--Elephant (এলিফ্যান্ট) । গাধা (ছােট)—Ass (এ্যাস)

উট—Camel (ক্যামেল)। গাধা (বড়)–Donkey (ডাঙ্কি)।

কুকুরী –Bitch (বীচ)। ঘােড়া—-Horse (হর্স)। মাদী ঘােড়া, ঘােটকী—Mare (মেয়ার) ভালুক-Beer (বীয়ার) শেয়াল-Jackal (জ্যাকল)।
মহিষ—Buffalo (ব্যাফেলাে)। খেকশেয়াল—Fox (ফক্স)।
শূকরছানা-Pig (পিগ)। শূকর—Hog, Boar (হগ, বাের) শকরী-Swine (সােয়াইন)
এঁড়েবাছুর—He-calf (হী কাফ) বকনা বাছুর—She-calf (শী কা) ভেড়া—Sheep, Ram (শীপ, র্যাম) ভেড়ার বাচ্চা-Lamb (ল্যাম্ব)। বনমানুষ—Shimpanjee (শিম্পাঞ্জী) গণ্ডার—Rhinoceros (রাইনােসেরস) জলহস্তী—Hippopotamus (হিপােপােটেমাস) সজারুPorcupine (পন্টু পাইন) বলগা হরিণ-Reindeer (রেনডীয়ার) কৃষ্ণসার মৃগ-Antelope (এ্যান্টিলােপ)
পশু সম্বন্ধীয় অন্যান্য শব্দ
(Other words about beasts) জন্তু-Animal (এ্যানিমাল)। শিং-Horm (হর্ন)। গৃহপালিত পশু-Cattle (ক্যাটল) ক্ষুর—Hoof (হফ)।
লেজ-Tail (টেল)
লােম—-Fur (ফার) চতুষ্পদ-Quadraped.
থাবা-Paw (প), Claw (ক) (কোয়াড্রপেড)
কেশর—Mane (মেন)
পাখি সম্বন্ধীয় (About birds)।
পাখি—Bird (বার্ড)
চিল—Kite (কাইট) পায়রা—Pigion (পিজিয়ন)
চড়াই-Sparow (স্প্যারাে) ঘুঘু-Dove (ডাভ)।
টিয়া—Parrot (প্যারট)। পাতিহাঁস—Duck (ডাক)।
বুলবুল-Robin (রােবিন) বুনােহাঁস—Swan (সােয়ান)
ময়ুর—Peacock (পীকক) রাজহাঁস-Goose (গুজ)।
ময়ূরী-Peahen (পীহেন) কাক—Crow (ক্রো)।
কোকিল-Cuckoo (কাকু)। বক--Heron (হেরণ)
চাতক—Swallow (সােয়ালাে) সারস-Crane (ক্রেন)
শকুনি--Vulture (ভালচার) পেঁচা--Owl (আউল)
বাদুড়-Bat (ব্যাট) । মােরগ—Cock (কক)
মুরগী—Hen (হেন) কাকাতুয়া—Cockatoo (ককাটু) দাঁড়কাক-Rook (ক) রাজহাঁসের বাচ্চা—Goosling (গুজলিং)। হাঁসের বাচ্চা—-Duckling (ডাকলিং)
পাখির বাচ্চা-Nestling (নেস্টলিং) মুরগীর ছানা—Chicken (চিকেন)। পাপিয়া—Nightingale (নাইটিঙ্গেল) বাবুই—Tailor bird (টেলার বার্ড) মাছরাঙা—King fisher (কিং ফিশার)
পাখিদের অঙ্গপ্রত্যঙ্গ
(Limbs of birds) । ঠোট-Bill (বিল)।
ডানা—Wing (উইং) পালক—Feather (ফেদার)।
মাছ (Fish)। রুই মাছ—Carp (কার্প)।
বােয়াল-Trout (ট্রাউট)
জলজন্তু (Aquatic Animals)।
কুচো চিংড়ী—Shrimp (ফ্রি)
বাগদা চিংড়ি—Prawn (প্রন)
কাতলা মাছ—Salmon
(স্যামন) কাঁকড়া-Crab (ক্র্যাব) | ইলিশ মাছ-Hilsa fish (হিলসা ফিশ)
তপসে মাছ
Mango fish (ম্যাঙ্গো ফিশ)। গলদা চিংড়ি—Lobstar (লবস্টার)
মাছের অঙ্গপ্রত্যঙ্গ (Limbs of fish)
মাছের আঁশ—Scale (স্কেল) মাছের ডানা—Fins (ফিন)
কানকো—Gill (গিল)। ডিম—Egg (এগ)।
হাঙ্গর—Shark (শার্ক) তিমি—Whale (হােয়েল) শুশুক——Porpoise (পরপয়েজ) কুমীর—Crocodile (ক্রোকোডাইল), Alligator (এলিগেটার)
সরীসৃপ (Reptiles)
টিকটিকি-Ligard (লিজার্ড) গােসাপ-Iguana (ইগুয়ানা) সাপ—Snake (মেক), Sepent (সারপেন্ট) | গােখরাে সাপ—Cobra (কোবরা)।
শঙ্খচূড়---King Cobra (কিং কোব্রা)। | বিছা, কেন্নো-Centipede (সন্টিপেড)। কাঁকড়া বিছা—Scorpion (স্কর্পিয়ন)
সরীসৃপের অঙ্গপ্রত্যঙ্গ
সাপের ফণা—Hood (হুড) হুল—Sting (স্টীং)। বিষ দাঁত--Poison fang (পয়জন ফ্যাং)।
উভচর জীব (Amphibia)
কচ্ছপ—Tortoise (টটয়েজ)। ব্যাঙFrog (গ) কুমীর—Crocodile (ক্রোকোডাইল)।
জলচর জীব (Aquatic creatures)
ঝিনুক-Oyster (অয়েস্টার)। ব্যাঙাচি—Tadpol (ট্যাডপােল) শঙ্খ—Gonch (কঞ্চ)। প্রবাল—Coral (কোরাল)।
কীটপতঙ্গ (Insects)।
পিঁপড়ে—Ant (অ্যান্ট)। মশা—Mosquito (মশকুইটো)

ছারপােকা-Bug (বাগ) মাছি—Fly (ফ্লাই) উঁশ-Gnat (ন্যাট)

মাকড়সা-Spider (স্পাইডার) মৌমাছি—Bee (বী)।

উকুন—Louse (লাউস) বােলতা—Wasp (ওয়াসপ)

কেঁচো—Earth-worm (আর্থওয়াম) শামুক—Snail (মেল)। জোক—Leech (লীচ) পঙ্গপাল—Locast (লােকাস্ট) বড় ইদুর—Rat (ব্যাট) । ভ্রমর—Humble bee (হাম্বল বী) নেংটি ইঁদুর—Mouse (মাউস)

ঝিঝি পােকা-Cricket (ক্রিকেট)। প্রজাপতি—Butter-fly (বাটার ফ্লাই) জোনাকি—Firefly (ফায়ার ফ্লাই) ফড়িং—Grasshopper (গ্রাস হপফর) উইপোেকা—White ant (হােয়াইট অ্যান্ট)


ময়দা—Flour (ফ্লাওয়ার) যব—Barley (বালি)।
আটা-Atta (আঠা) ভুট্টা—Maize (মেইজ)
তিল—Seasame (সীসেম) ছােল—Gram (গ্রাম)।
তিসি--Linseeds (লিনসীড) মটর—Pea (পী)।
বাদাম–Almond (এ্যালমণ্ড)। সরিষা—Mustard seed (মাস্টার্ড সীড) চীনাবাদাম—Ground-nut (গ্রাউণ্ড-নাট)। সুজি—Middling (মিডলিং), Suiji (সুজি) ভেরেণ্ডা—Castor seed (ক্যাষ্টর সীড)
গাছ সম্বন্ধীয় (About trees)
ফুল—Flower (ফ্লাওয়ার) গাছ-Tree (ট্রি) ।
ফল—Fruit (ফুট)। ছােটগাছ—Plant (প্ল্যান্ট) ডাল, শাখা—Branch (ব্রাঞ্চ)
পাতা-Leaf (লীফ) কাণ্ড—Stem (স্টেম)
বাঁশ-Bamboo (ব্যান্থ) গুড়ি—Trunk (ট্রাঙ্ক)
পাট--Jute (জুট)। শিকড়, মূল—Root (রুট)।
আখ—Sugarcane (সুকারকেন) আগাছা—Weeds (উইডস)।
বেত—Cane (কেন) নলখাগড়া—Reeds (রীড)
বাকল, বল্কল-Bark (বার্ক) ঘাস—Grass (গ্রাস)।
কাটা—Thorn (থর্ন) শুকনাে ঘাস, খড়-Hay (হে)। ঝােপ--Bush (বুস)
বিভিন্ন ফলের নাম (Difierent fruits)
আম—Mango (ম্যাঙ্গো) ।
তাল—Palm (পাম) কাঠাল—Jackfruit (জ্যাকফুট) Pay-Plum (alla) লিচু-Lichii (লিচি)।
জলপাই--Olive (অলিভ) জাম—Blackberry (ব্ল্যাকবেরি)। আপেল—Apple (এ্যাপ্ল) পেয়ারা Guava (গােয়াভা)। খেজুর—Date (ডেট) আঙ্গুর—Grape (গ্রেপ)।
সুপারি-Nut (নাট)। লেবু-Lemon (লেমন)।
ফুটি—Melon (মেলন) ।কমলালেবু-Orange (অরেঞ্জ) ন্যাসপাতি—Pear (পীয়ার) শশা—Cucumber (কিউকাম্বার) ডুমুর—Fig (ফিগ)
নারকেল-Cocoanut (কোকোনাট)। খরমুজ—Maskmelon (মাক্সমেলন)। কলা-Banana (ব্যানানা), Plantain (প্ল্যানটেন) আতা—Custard-apple (কাস্টার্ড এ্যাপল)। গােলাপজাম—Roseberry (রােজবেরি)। ডালিম, বেদানা-Pomegranate (পমিগ্রেনেট)। তরমুজ—Watemelon (ওয়াটারমেলন) তেঁতুল—Tamarind (টেমারি)। আনারস—Pine apple (পাইন এ্যাপেল) পেঁপে—Pepsin (পেপসিন)

শাকসবজী (Vegetables)
আলুPotato (পােটাটো)।
কুমড়া—Pumkin (পামকিন) বেগুন-Brinjal (ব্রিঞ্জাল)
লাউGoard (গাের্ড) তেঁড়স-Lady's finger
ফুলকপি-Cauliflower (লেডীজ ফিঙ্গার)
(কলিফ্লাওয়ার) পিঁয়াজ-Onion (অনিয়ন)
ওলকপি—Knoll-khol (নলখােল)। রসুন-Garlic (গার্লিক)
সিম–Bean (বীন) মুলা-Raddish (র্যাডিশ)।
শালগম–Tarnip (টার্নিপ) বাধাকপি--Cabbage (ক্যাবেজ)। টমাটো—Tomato (টমাটো)
ফুল (Flowers) গােলাপ-Rose (রােজ)।
কুমুদ, শালুক ফুল—Water lily যুই-Jasmine (জেসমিন)।
(ওয়াটার লিলি)। পদ্ম-Lotus (লােটাস) ।
গাঁদা—Marigold (মেরিগােল্ড) জবা—China-rose (চায়নারােজ) রজনীগন্ধা—Tube-rose লিলি-Lily (লিলি)।
(টিউবরােজ)। অন্যান্য ফুলের ইংরাজী তাদের বাংলা নাম অনুসারেই হবে। যেমন, অতসি

মসলা সম্বন্ধীয় (About spices)
মসলা——Spices (ম্পাইসেস)
এলাচ-Cardamon (কার্ডামন)। লঙ্কা—Chilies (চিলিজ)
হিং-Asafoetida (এ্যাসাফোটিডা) হলুদ—Turmaric (টারমারিক)
ধনে—Coriander (কোরিয়াণ্ডার) মৌরী-Ani seed (এ্যানি সীড
জোয়ান—Ptycotis (টাইকোটি)

* জাফরাণ-Saffron (স্যাফ্রন) লবঙ্গ-Clove (ক্লোভ)

দারুচিনি—Cinnamon (সিনামন)। সরিষা—Musterd seed (মাস্টার্ড সীড) . গােলমরিচ-Black peper (ব্ল্যাক পেপার)। তেজপাতা-Cassia leaf (কেসিয়া লীফ)। জিরা, কালােজিরা-Cumin seed (কিউমিন সীড)।

তেল ঘি ইত্যাদি (Oil, Ghee etc.) f-Ghee (F)

তেল-Oil (অয়েল) পনীর—Cheese (চীজ)

মাখন—Butter (বাটার) তিল তেল—Til oil (তিল অয়েল)। মহুয়া বীজের তেল—Mahua oil (মহুয়া অয়েল) কেরােসিন তেল—Kerosine oil (কেরােসিন অয়েল)। বাদাম তেল—Ground nut oil (গ্রাউণ্ডনাট অয়েল) জমানাে বাদাম তেল—Hydrogeneted ground nut oil

(হাইড্রোজেনেটেড গ্রাউণ্ডনাট অয়েল) সরিষার তেল—Mustard oil (মাস্টার্ড অয়েল)। নারিকেল তেল-Cocoanut oil (কোকোনাট অয়েল)
খাদ্যদ্রব্য (Food)
ভাত—Rice (রাইস)
মাংস—Meat (মীট)। তরকারি—Cury (কারি)
ভেড়ার মাংস—Mutton (মাটন) ঝােল—Soup (সুপ)।
মুরগীর মাংস—Fowl (ফাউল)। চাটনি—Sauce (সস)
গরুর মাংস-Beaf (বীফ)। আচার-Pickle (পিকল)
শুয়ােরের মাংস—Pork (পর্ক) লবণ—Salt (সল্ট)
কাটলেট-Cutlet (কাটলেট)
ওমলেট-Omlet (ওমলেট) বিস্কুট–Biscuit (বিস্কিট) লেবেনচুষ-Lozenges (লজেঞ্জস) কাবাব—Roast (রােস্ট) পিঠা-Cake (কেক) চপ-Chop (চপ)। মিষ্টান্ন—Sweets (সুইটস) পাঁউরুটি—Loaf (লােফ)
–Tea (টী)। নি—Sugar (সুগার) গুড়—Molasses (মােলাসেস) দুধ—Milk (মিল)। মধু—Honey (হানি)। দধি, দই—Curd (কার্ড) সর, ক্ষীর-Cream (ক্রীম)। ছানা-Caesin (কেসিন)।

মুড়ি-Fried rice (ফ্রায়েড রাইস)। ঘােল, ছানার জল—Whey (হােয়ে)। মাছের ঝােল—Fish soup (ফিশ সুপ)। মাছের কারী—Fish cury (ফিশ কারী) চিড়া-Beaten rice (বীটেন রাইস)। বাতাসা, কদমা-Loilipop (লয়লিপপ)। ডিমের কারী—Egg curry (এগ কারী) খিচুড়ী—Hodge podge (হজপজ)। রুটি—Bread (ব্রেড), Chapati-চাপাটি) মিছরি—Sugar-candy (সুগারক্যাণ্ডি)। মাংসের ঝােল—Meat soup (মীট সুপ)। মাংসের কারী—Meat curry (মীট কারী)।
খাদ্য সম্বন্ধীয় (About !'oods)
ভােজFeast (ফীস্ট)।
মদ—wine (ওয়াইন)। খাদ্যতালিকা—Menu (মেনু)
বাটি, পেয়ালা-Cup (কাপ)। থালা, প্লেট--Plate (প্লেট)
চামচ—Spoon (শুন)। জলখাবার—Tiffin (টিফিন)
কাটা-Fork (ফর্ক)।
গামছা—Napkin (ন্যাপলি) দুপুরের খাবার—Lunch (লাঞ্চ)
চায়ের পাত্র—Teapot (টীপট) ছুরি—Knife (নাইফ)।
ভাজা—Fry (ফ্রাই)। সিদ্ধ—Boil (বয়েল)।
তৃষ্ণা—Thirst (থাস্ট) ক্ষুধা—Hunger (হাঙ্গার)
সেকা—Bake (বেক) হােটেল—Hotel (হােটেল)
নিরামিষভােজী—Vegetarian (ভেজিটারিয়ান) আমিষভােজী—Non-Vegetarian (নন ভেজিটিরিয়ান)। রেস্তোরাঁ—Restaurant (রেস্টুরেন্ট)। সকালের খাবার—Break fast (ব্রেকফাস্ট) দুপুরের পরের ভােজন—Dinner (ডিনার)। রাত্রির ভােজন—Supper (সপার)। অর্ধসিদ্ধ—Half boil (হাফ বয়েল)। চিনির পাত্র—Sugar pot (সুগার পট)। পানীয় জল—Drinking water (ড্রিঙ্কিং ওয়াটার)।

প্রয়ােজনীয় জিনিসপত্র (Useful articles)
কাপড়-Cloth (ক্লথ)।
চশমা—Spectacles (স্পেক্টাকলস) সূতা—Thread (থ্রেড)
কোর্ট—Coat (কোট) সাবান—Soap (সােপ)।
শার্ট-Shirt (শার্ট) ছড়ি—Stick (স্টিক)।
ছাতা-Umbrella (আমব্রেলা)। দেশলাই—Match (ম্যাচ)
তুহিনা—Snow (গাে)। চিরুনী—Camb (ক)
দাঁড়িপাল্লা—Scale (স্কেল) বই—Book (বুক)।
শিশি-Phial (ফায়েল) কালি—Ink (ইঙ্ক)
বােতল—Bottle (বটল)। কলম—Pen (পেন)
পাত্র—Container (কনটেনার)। জুতা—Shoe (সু)।
পর্দা—Screen (স্ক্রীন) দোয়াত—Inkpot (ইঙ্কপট)। পেনসিল-Pencil (পেনসিল) সূচNeedle (নীডল)
পাউডার—Powder (পাউডার) রশি-Cord (কর্ড)
টফী—Toffee (টফী) দড়ি—Rope (রােপ)।
ক্ষুর—Razor (রজার) চা—Tea (টী)।
থলে—Bag (ব্যাগ) কফিCoffee (কফি)
ঝুড়ি—Basket (বাসকেট) মাজা—Socks (সকস)
আলােয়ান--Wrapper (র্যাপার) ঘরা—Gown (গাউন)
শাল—Shawl (শাল) ওড়না—Scarf (স্কার্ফ)।
স্যাণ্ডেল-Shandel (স্যাণ্ডেল)
টুপি—Hat (হ্যাট) দেশী টুপি-Cap (ক্যাপ)। মাকড়ি—Earring (ইয়ারিং ) রেশম—Silk (সিল্ক)। পশম-Wool (উল)।
আংটি—Ring (রিং) কঙ্কণ—Bracelet (ব্রেসলেট) চটি জুতা—Slipper (স্লিপার) হার--Necklace (নেকলেস)বুরুশ-Brush (ব্রাশ)। চুড়ি, বালা-Bangle (ব্যাঙ্গল) রুমাল—Handkerchief (হ্যাণ্ডকারচিফ)। কাপড়কাচা সাবান—Washing soap (ওয়াশিং সােপ) গায়ে মাখা সাবান—Toilet soap (টয়লেট সােপ) আয়না-Looking glass (লুকিং গ্লাস), Mirror (মিরার)। মােমবাতি Candle (ক্যাণ্ডেল)। গুড়া দুধ——Milk powder (মিল্ক পাউডার)। পায়জামা, ফুলপ্যান্ট-Trousers (টাউজার্স) মাথায় মাখার তেল—Hair oil (হেয়ার অয়েল) প্রসাধন দ্রব্যাদি--Toilet goods (টয়লেট গুডস) ভােগ্যাদিদ্রব্য-Consumer goods (কনজিউমার গুডস) পােষাক—Dress (ড্রেস), Gament (গারমেন্ট) দাড়ি কামাবার সাবান—Shaving stick (শেভিং স্টীক)। দাগ তােলার রবার-Eraser (ইরেজার)। বিছানার চাদর-Bed sheet (বেডশীট) চকোলেট—Chocolate (চকোলেট) গহনা-Ornament (অরনামেন্ট) দাঁতের বুরুশ—Tooth brush (টথ ব্রাশ) ফিতা-Lace (লেস), Tape (টেপ), Ribbon (রিবন)। |

বাড়ি ঘর ইত্যাদি (IHouse, room etc.)
গ্রন্থাগার-Library (লাইব্রেরী)। বাড়ি—House (হাউস) ।
পাঠাগার—Study (স্টাডি)। ঘর—Room (রুম)।
কুঁড়েঘর—Hut (হাট) রান্নাঘর—Kitchen (কিচেন) বেড়া—Fencing (ফেন্সিং )
ছাদ—Roof (রুফ)।
দেওয়াল—Wall (ওয়াল)।
অট্টালিকা—Building (বিল্ডিং সিড়ি—Stair (স্টেয়ার)।
হলঘর—Hall (হল) দরজা-Door (ডাের)
মন্দির—Temple (টেম্পল) ফটক—Gate (গেট)।
মসজিদ-Mosque (মঙ্ক)। জানালা—Wiridoy
গির্জা-Church (চার্চ) বসার ঘর—Drawing room (ড্রইং রুম)। শশাবার ঘর—Bed room (বেড রুম)। খাওয়ার ঘর—Dining room (ডাইনিং রুম) পড়ার ঘর—Reading room (রীডিং রুম)। ভাড়ার ঘর—Store room (স্টোর রুম)। ঝুল বারান্দা—Bolcony (ব্যালকনি) পায়খানা—Privy (প্রিভি), Latrine (ল্যাট্রিন)।
Coport (Occupation) লেখক—Writer (রাইটার)।
মণিকার-Jeweller (জুয়েল)। গ্রন্থকার—Author (অথর)
স্বর্ণকার—Goldsimith (গােল্ডস্মিথ)। শিল্পী—Artist (আটিস্ট)।
ছুতার-Carpenter (কার্পেন্টার)। গায়ক—Singer (সিঙ্গার)।
কুমাের«Potter (পটার) কেরাণী—Cleark (ক্লার্ক)
নাপিত-Barbar (বার্বার) মাঝিBoatman (বােটম্যান)
পাচক-Cook (কুক)। রুটিওয়ালা—Baker (বেকার)
কশাই—Butcher (বুচার)। শিক্ষক—Teacher (টীচার)।
মুদি—Grocer (গ্রোসার) পুরােহিত-Priest (প্রিস্ট)
দর্জি—Tailor (টেলার) শুক্ৰষাকারিণী—Nurse (নার্স) গােয়ালা—Milkman (মিল্কম্যান)
ধাত্রী—Midwife (মিডওয়াইফ)। পত্রপত্রিকার সম্পাদক-Editor (এডিটার) দলের সম্পাদক—Secretary (সেক্রেটারি) দোকানদার—Shop-keeper (শপ-কীপার)
মুচি—Shoe-maker, Cobbler (সুমেকার, কবলার)। অধ্যাপক—Professor (প্রফেসার)
দেওয়াল—Wall (ওয়াল)।
অট্টালিকা—Building (বিল্ডিং সিড়ি—Stair (স্টেয়ার)।
হলঘর—Hall (হল) দরজা-Door (ডাের)
মন্দির—Temple (টেম্পল) ফটক—Gate (গেট)।
মসজিদ-Mosque (মঙ্ক)। জানালা—Wiridoy
গির্জা-Church (চার্চ) বসার ঘর—Drawing room (ড্রইং রুম)। শশাবার ঘর—Bed room (বেড রুম)। খাওয়ার ঘর—Dining room (ডাইনিং রুম) পড়ার ঘর—Reading room (রীডিং রুম)। ভাড়ার ঘর—Store room (স্টোর রুম)। ঝুল বারান্দা—Bolcony (ব্যালকনি) পায়খানা—Privy (প্রিভি), Latrine (ল্যাট্রিন)।

Coport (Occupation) লেখক—Writer (রাইটার)।

মণিকার-Jeweller (জুয়েল)। গ্রন্থকার—Author (অথর)

স্বর্ণকার—Goldsimith (গােল্ডস্মিথ)। শিল্পী—Artist (আটিস্ট)।

ছুতার-Carpenter (কার্পেন্টার)। গায়ক—Singer (সিঙ্গার)।

কুমাের«Potter (পটার) কেরাণী—Cleark (ক্লার্ক)
নাপিত-Barbar (বার্বার) মাঝিBoatman (বােটম্যান)
পাচক-Cook (কুক)। রুটিওয়ালা—Baker (বেকার)
কশাই—Butcher (বুচার)। শিক্ষক—Teacher (টীচার)।
মুদি—Grocer (গ্রোসার) পুরােহিত-Priest (প্রিস্ট)
দর্জি—Tailor (টেলার) শুক্ৰষাকারিণী—Nurse (নার্স) গােয়ালা—Milkman (মিল্কম্যান)
ধাত্রী—Midwife (মিডওয়াইফ)। পত্রপত্রিকার সম্পাদক-Editor (এডিটার) দলের সম্পাদক—Secretary (সেক্রেটারি) দোকানদার—Shop-keeper (শপ-কীপার)
মুচি—Shoe-maker, Cobbler (সুমেকার, কবলার)। অধ্যাপক—Professor (প্রফেসার)
দেওয়াল—Wall (ওয়াল)।
অট্টালিকা—Building (বিল্ডিং সিড়ি—Stair (স্টেয়ার)।
হলঘর—Hall (হল) দরজা-Door (ডাের)
মন্দির—Temple (টেম্পল) ফটক—Gate (গেট)।
মসজিদ-Mosque (মঙ্ক)। জানালা—Wiridoy
গির্জা-Church (চার্চ) বসার ঘর—Drawing room (ড্রইং রুম)। শশাবার ঘর—Bed room (বেড রুম)। খাওয়ার ঘর—Dining room (ডাইনিং রুম) পড়ার ঘর—Reading room (রীডিং রুম)। ভাড়ার ঘর—Store room (স্টোর রুম)। ঝুল বারান্দা—Bolcony (ব্যালকনি) পায়খানা—Privy (প্রিভি), Latrine (ল্যাট্রিন)

Coport (Occupation) লেখক—Writer (রাইটার)।

ণিকার-Jeweller (জুয়েল)। গ্রন্থকার—Author (অথর)

স্বর্ণকার—Goldsimith (গােল্ডস্মিথ)। শিল্পী—Artist (আটিস্ট)।

ছুতার-Carpenter (কার্পেন্টার)। গায়ক—Singer (সিঙ্গার)।

কুমাের«Potter (পটার) কেরাণী—Cleark (ক্লার্ক)

নাপিত-Barbar (বার্বার) মাঝিBoatman (বােটম্যান)
পাচক-Cook (কুক)। রুটিওয়ালা—Baker (বেকার)
কশাই—Butcher (বুচার)। শিক্ষক—Teacher (টীচার)।
মুদি—Grocer (গ্রোসার) পুরােহিত-Priest (প্রিস্ট)
দর্জি—Tailor (টেলার) শুক্ৰষাকারিণী—Nurse (নার্স) গােয়ালা—Milkman (মিল্কম্যান)
ধাত্রী—Midwife (মিডওয়াইফ)। পত্রপত্রিকার সম্পাদক-Editor (এডিটার) দলের সম্পাদক—Secretary (সেক্রেটারি) দোকানদার—Shop-keeper (শপ-কীপার)
মুচি—Shoe-maker, Cobbler (সুমেকার, কবলার)। অধ্যাপক—Professor (প্রফেসার)
দাঁতের ডাক্তার-Dentist (ডেন্টিস্ট) cজক বিক্রেতা-Book-seller (বুকসেলার। প্রকাশক–Publisher (পাবলিশার)
সক—Doctor, Physician (ডক্টর, ফিজিসিয়ান) ঠিকাদার—Contractor (কনট্রাক্টর)। হিসাবরক্ষক-Cashier (ক্যাশিয়ার। গাড়িচালক-Driver (ড্রাইভার)। গাড়ােয়ান-Coachman (কোচম্যান)। প্রতিনিধি—Representative (রিপ্রেশনটেটিভ) খােবা—Washer man (ওয়াশার ম্যান) কৰ্ম্মকার বা কামার-Blacksmith (ব্ল্যাকস্মিথ) জেলে—Fisherman (ফিশারম্যান) চাষী—Farmer (ফার্মার), Cultivator (কালটিভেটার) ফেরিওয়ালা-Howker (হকার), Canvasser (ক্যানভ্যাসার) ব্যবসায়ীBusiness man (বিজনেসম্যান), Merchant (মার্চেন্ট) দালাল—Agent (এজেন্ট), Broker (ব্রোকার)
যানবাহন (Transport)।
রেলগাড়ি—Train (ট্রেন)
স্টীমার—Steamer (স্টীমার) মােটরগাড়ি-Car (কার)
নৌকা-Boat (বােট) ট্যাক্সি—Taxi (ট্যাক্সি)।
ট্রামগাড়ি—Tram Car (ট্রাম কার) মালবাহী গাড়ি-Van (ভ্যান) গরু বা মােষের গাড়ি—Cart (কার্ট) বাস—Motor-bus (মােটরবাস)। মালগাড়ি—Goods train (গুডস ট্রেন) ডাকবাহী গাড়ি—Mail train (মেলট্রেন) যাত্রীবাহী গাড়ি--Passenger train (প্যাসেঞ্জার ট্রেন) ঘােড়ার গাড়ি—Cariage (ক্যারেজ), Stage Coach (ষ্টেজ কোচ). মালবাহী মােটর গাড়ি—Truck, Lory (ট্রাক, লরি) জাহাজ-Ship (শিপ), Vessel (ভেসেল) উড়ােজাহাজ, এরােপ্লেন—Aeroplane (এরােপ্লেন)
বীমা–Insurance (ইনসিওরেন্স)। ডাকবিলির পিওন—Postman (পােষ্টম্যান) ডাকঘরের অধ্যক্ষ-Post Master (পােষ্টমাস্টার) চিঠির বাক্স-Letter-box (লেটারবক্স)। বিদেশী ডাক—Foreign post (ফরেন পােস্ট)। ডাকের মােহর-Postal seal (পােস্টাল সীল) টেলিগ্রাম, তারবার্তা—Telegram (টেলিগ্রাম) বেজেস্ট্রী চিঠি—Registered letter (রেজিস্টার্ড লেটার) ডাকটিকিটহীন চিঠি—Bearing letter (বেয়ারিং লেটার)। টাকাকড়ি দেওয়া—Payment (পেমেন্ট) টাকা আদায় করার জন্য ডাকে মাল পাঠানাে Volue Payable post (ভ্যালু পেয়েবল পােস্ট, সংক্ষেপে V.P.P.)। টাকা আদায় করে আনার জন্য প্যাকেট পাঠাননা--Value Payable Packet (ভ্যালু পেয়েবল প্যাকেট, সংক্ষেপে V.P.P.)।

CHAPTER V The Parts of Speech (দি পার্টস অফ স্পীচ)।
বাক্যে যে সব শব্দ ব্যবহার করা হয় অর্থাৎ যে সব শব্দ দ্বারা বাক্য গঠিত হয়। সেই সব শব্দগুলিকে বাংলা ভাষায় পদ বলা হয়। ইংরাজীতে এই সব পদ বা word গুলিকে Parts of Speech (পার্টস অফ স্পীচ) বলা হয়।
বাংলা ভাষায় মােট পাঁচ প্রকার পদ আছে। এই পদগুলি হলাে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয়।
ইংরাজী ভাষায় আট প্রকার পদ আছে।

যথা1. Noun (নাউন)—বিশেষ্য পদ। 2. Pronoun (প্রােনাউন)—সর্বনাম পদ। 3. Adjective (এ্যাডজেকটিভ)—বিশেষণ পদ। 4. Verb (ভাব)—ক্রিয়াপদ। 5. Adverb (এ্যাডভাব)—বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ ও

ক্রিয়া বিশেষণের বিশেষণ।। 6. Preposition (প্রিপােজিশান)—পদান্বয়ী অব্যয়

NEXT CLASS >> CLICK BOTTOM CHAPTER V The Parts of Speech (দি পার্টস অফ স্পীচ)। CHAPTER








Post a Comment

0 Comments