LESSON 4
Case (কেস)।
কারক
কারক বাংলা ব্যাকরণে কর্তা, কর্ম, করণ প্রভৃতি ছয়টি কারক আছে। ইংরাজী ভাষাতেও কারক আছে এবং ইংরাজীতে কারককে Case বলে।।
A. Case তিন প্রকার। যথা
1. Nominative Case (নমিনেটিভ কেস) কর্তাকরক
2. Objective Case (অবজেকটিভ কেস)-কর্মকারক
3. Possessive Case (পজেসিভ কেস)সম্বন্ধপদ।
1. Nominative Case: যে Noun বা Pronoun বাক্যের ক্রিয়াকে সম্পাদন। করে তাকে Nominative Case বা
কর্তাকরক বলে। যেমন—
I read good books—আমি ভাল বই পড়ি।
He goes to school everyday—সে প্রতিদিন স্কুলে যায়। | Ram is a good boy
রাম একটি ভাল ছেলে। উপরের বাক্যগুলিতে I, He ও Ram এই শব্দগুলি Nominative Case।
2. Objective Case : Nominative ছাড়া যে Noun বা Pronoun-এর দ্বারা বাক্যের ক্রিয়াপদের অর্থ সম্পৰ্ণ হয়,
তাকে Objective Case বলে। কর্তাকে কি, কাকে, কোথায় এই সব প্রশ্ন করলে যে উত্তর
পাওয়া যায় তা-ই হলাে Objective Case। যেমন— live in Calcutta“আমি কলিকাতায় বাস করি।
He eats bread—সে রুটি খায়। Ram killed Ravanaরাম রাবণকে বধ করেছিলেন।
উপরের বাক্যগুলিতে Calcutta, Bread এবং Ravana শব্দগুলি Objective Case
যথা—Direct Object বা মুখ্যকর্ম এবং Indirect Object বা গৌণ কর্ম।।
Direct Object : অপ্রাণীবাচক যে বস্তু বাক্যে কর্মরূপে ব্যবহৃত হয় তাকে। Direct Object বলে। যে প্রাণীবাচক শব্দ বাক্যে কর্মরূপে ব্যবহৃত হয় তাকে Indirect Object বলে। যেমন—
He gave me book—সে আমাকে একটি বই দিয়েছিল।
He has given us two pens—সে আমাকে দুইটি কলম দিয়েছে। | Give him one rupee—তাহাকে একটি টাকা দাও।
উপরের বাক্যগুলিতে, Pen, book এবং rupee শব্দগুলি direct object, কারণ। | এগুলি অপ্রাণীবাচক বস্তু এবং me, us ও him শব্দগুলি Indirect object, কারণ এগুলি প্রাণীবাচক শব্দ।
He writes with a pen—সে একটি কলম দিয়ে লেখে। I took the book from his hand—আমি তার হাত থেকে বইটি নিয়েছিলাম। They live in Calcutta—তারা কলকাতায় বাস করে।
বাংলা ভাষায় যেগুলি করণকারক, অপাদনকারক ও অধিকরণ কারক, ইংরাজীতে। সেগুলিও Objective Case।
উপরের তিনটি বাক্যের মধ্যে প্রথমটিতে ‘with a pen (কলম দিয়ে) করণকারক; কিন্তু এখানে ইংরাজীতে তা Objective Case। দ্বিতীয় বাক্যটিতে from his hand (তার হাত থেকে) অপাদানকারক; কিন্তু এখানে ইংরাজীতে তা Objective Case। আবার in Calcutta (কলকাতায়) অধিকরণ কারক হলেও। এখানে ইংরাজীতে Objective Case।
3. Possessive Case : বাক্যে যে Noun বা Pronoun অন্য কোন Noun বা Pronoun-এর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাকে Possessive Case বলে।
ইংরাজীতে এই সম্বন্ধকারী পদকেই Possessive Case বলা হয়। যেমন My book—আমার বই।
Your house–তােমার বাড়ি।। His dress—তার পােশাক। Ram's ballরামের বল। Dog's tailকুকুরের লেজ।
Possessive Case.
দে বাক্যগুলিতে My, Your, His, Ram's এবং Dog's শব্দগুলি
কোন Noun-এর Possessive Case হলে তার শেষে একটি উর্ব কমা (?)
, যােগ করতে হয়। এই উর্ব কমাকে Apostrophe (এ্যাপসট্রফি) বলে। This is a boys' school—এটি একটি ছেলেদের স্কুল। That is a girl's school—ওটি একটি মেয়েদের স্কল।। Trav went to the reporters' club-তারা সাংবাদিকদের সংঘে গিয়েছিল। উপরের বাক্যগুলিতে boys, girls ও reporters শব্দগুলি Plural Noun যে। সব plural Noun-এর শেষে ‘s’ থাকে তাদের Possessive case করার সময়। শেষ অক্ষরটি পরে একটি উর্ব কমা বা Apostrophe চিহ্ন দিতে হয়।
বাক্যে কোন Compound word বা সংযুক্ত শব্দ থাকলে তার Possessive Case করার সময় শেষ শব্দটির পরে Apostrophe চিহ্ন বসিয়ে ‘s’ যােগ করতে হয়। যেমন— | It is his father-in-law's house—এটি তার শ্বশুরবাড়ি।।
This was Governor-General's order—এটি ছিল গভর্নর-জেনারেলের হুকুম। | He has gone to his brother-in-law's office—সে তার ভগ্নীপতির (বা।
শ্যালকের) অফিসে গেছে। | এতক্ষণ যে তিনটি Case-এর কথা আলােচনা করা হলাে সেগুলি প্রধান। এছাড়া। দুটি অপ্রধান Case আছে। এই দুটি অপ্রধান Case-এর নাম হলাে-
Accusitive Case (এ্যাকুইজিটিভ কেস) ও
vocative Case (ভােকেটিভ কেস)। |
Accusitive Case : বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে Accusitive Case বলে। যেমন—
I like Amal—আমি অমলকে পছন্দ করি। He loves Parimal—সে পরিমলকে ভালবাসে।
উপরের বাক্য দুটিতে Amal এবং Parimal এই দুটি শব্দ Proper Noun Accusitive Case !
vocative Case ঃ সম্বােধনসূচক বা আদেশসূচক কোন বাক্যে যাকে সম্বােধন বা আদেশ করে কিছু বলা হয় তাকে ইংরাজীতে Vocative Case বলা হয়। যেমন— | Shyamal come here--শ্যামল এখানে এস।
Lila sit down—লীলা বসাে।
উপরের বাক্যটিতে Shyamal ও Lila এই Proper Noun দুটির Vocative Case হয়েছে। |
Vocative Case-কে Case-of-Address (কেস-অফ-এ্যাড্রেস) বা সম্বােধনসূচক পদও বলা হয়।
Cases of Pronouns (কেসেস অফ প্রােউন)
Nominative Case Objective Case Possessive Case
I Me My, Mine
We Us Our, Ours
Yourself Your, Yours
Thou Thee Thy, Thine.
He Him His
She Her Her, Hers
Them Their, Theirs
Who-Whom Whose
যেমন—
This is my pen—এই আমার কলম। This pen is mine-এই কলমটি আমার।
0 Comments