Noun in nNoun in Apposition Apposition মধ্যে Noun

LESSON 6
Noun in Apposition
(নাউন ইন এ্যপােজিশান)

একটি Sentence-এ একটি Noun যখন অন্য একটি Noun-এর
পরে বসে প্রথম Nounটির পরিচয় বা গুণ প্রকাশ করে তাহলে
দ্বিতীয় Nounটিকে Noun in Apposition বলা হয় Noun in Apposion-এর আগে ও পরে Comma ব্যবহার করতে হয়। যেমন— Napoleon, the emperor of France, was a great warrior and Statesman-ফ্রান্সের সম্রাট নেপােলিয়ান একজন বড় যােদ্ধা ও রাজনীতিবিদ। ছিলেন।

Delhi, the capital of India, is a big city-ভারতের রাজধানী দিল্লী একটি বড় শহর।

Netaji Subhas Chandra, the Organiser of Azad Hind Fauj, was a great hero--আজাদ হিন্দ ফৌজের সংগঠক নেতাজী সুভাষচন্দ্র একজন বিখ্যাত বীর ছিলেন।

উপরের বাক্যগুলির প্রথমটিতে Napoleon ও emperor এই Noun দুটি সমান। মর্যাদাসম্পন্ন। এখানে দ্বিতীয় Nounটি প্রথম Noun-টিকে পরিচয় প্রকাশ করেছে। সুতরাং দ্বিতীয় Nounটি হবে Noun in Apposition।

এইভাবে দেখা যায় অন্য বাক্য দুটিতে ‘Capital' এবং Organiser' এই Noun ITC Noun in Apposition

Post a Comment

0 Comments